মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
মোঃ সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী
শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রম নীতি বাস্তবায়ন অনিবার্য এই স্লোগান কে সামনে রেখে
১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ এনায়েতপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণ্যঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে এনায়েতপুরহাট থেকে শুরু হয়ে খাজা ইউনুছ আলী হাসপাতাল রোড হয়ে বেতিল দিয়ে কেজির মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানার প্রধান উপদেষ্টা : ডা: সেলিম রেজা,এনায়েতপুর হাট বনিক সমিতির সাধারণ সম্পাদক ডা: মোফাজ্জল হোসেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা সভাপতি ডা: শেখ আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের সহ বিভিন্ন ইউনিয়নে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা সাংবাদিকদের বলেন:১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন।কিন্তু বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রম নীতি বাস্তবায়ন অনিবার্য।