বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুরের কাউখালীতে ব্র্যাক এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর পিরোজপুর জেলায় ৫ হাজার আম চারা ও ৫শত পেয়ারা চারার মধ্যে,কাউখালীতে ৭০০ পরিবারকে দেশীয় ফল আম্রপলি জাতের আমের চারা বিতরণ করা হয়।
১৫ জুলাই(মঙ্গলবার)সকাল ১০:৩০ সময় কাউখালী উপজেলা চত্বরে,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে,ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগিতায় জেলা ও উপজেলা ব্র্যাক কর্মকর্তার উপস্থিতিতে, সরকারী আবাসন ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে ৭শত আমের চারা বিতরণ করা হয়। ব্র্যাক আল্ট্রা-পূওর গ্রাজুয়েশন কর্মসূচির সদস্যদের নার্সারি থেকে প্রাপ্ত উক্ত আমের চারা রোপনের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন ও খাদ্যের চাহিদা পূরণ হবে বলে তারা মনে করেন। উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা ব্র্যাক সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলাম, এরিয়া ম্যানেজার কিরণ চন্দ্র পান্ডে,কৃষিবিদ তানভীর হোসাইন, মিঠুন কুমার দত্ত ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কাউখালী এ ছারাও উপজেলা সমবায় কর্মকর্তা,মোঃ অহিদুজ্জামান খান,উপজেলা তথ্যকেন্দ্র কর্মকর্তা রুবাইয়াত জাহান ও সাংবাদিকবৃন্দ।