সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
১৮ আগস্ট (সোমবার) বেলা ১১ টার সময়,কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে, ” অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও মৎস্যজীবীদের নিয়ে একটি সড়ক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে উত্তর বাজার হয়ে লঞ্চঘাটে গিয়ে নদীতে ৩০ কেজি দেশীয় পোনা মাছ অবমুক্ত করণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা,মৎস্য কর্মকর্তা নৌ পুলিশ কর্মকর্তা সহ মৎস্যজীবী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে দুপুর ১২ঃ৩০ মিটের সময় উপজেলা হল রুমে, মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস। সমবায় কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে সরকার মৎস্যজীবীদের সার্বিক সুযোগ-সুবিধা ও ভাতার বিষয়ে আলোচনা করেন, এছাড়াও অবৈধভাবে পোনা মাছ নিধন ও নিষিদ্ধ জাল ব্যবহারে সকলকে অবহিত করেন। পরিশেষে উপজেলার ইউনিয়নের ৫জন সফল মৎস্য চাষীকে পুরষ্কৃত হিসেবে,যথাক্রমে বেকুটিয়া গ্রামের হারুন অর রশিদ, চিড়াপাড়া গ্রামের বাসুদেব খাস্কেল ও মৃণাল কান্তি, নাংগুলী গ্রামের ফরিদুল ইসলাম, গোপালপুর গ্রামের জাহিদ হোসেন কে দেশীয় পোনা মাছ বিতরণ করেন।