মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
বৃহস্পতিবার ১লা মে, সকাল ১০ ঘটিকার সময় কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয় তলায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলা ও ইউনিয়ন শাখা সমূহের ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে উপজেলা সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আরাফাতুর রহমান শাওন এবং এসিস্টেন্ট সেক্রেটারি এইচ এম হাফিজ উল্লাহ’র সঞ্চালনায় পবিত্র কুরআনে পাক তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ মনিরুল হাসান, বিশেষ অতিথি প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউল করিম,মোঃ মনোয়ার হোসেন মিয়া (ওসি অবঃ) উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা। মাওলানা মোঃ রেজাউল করিম ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি কাউখালী উপজেলা প্রমুখ।