বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা মজিদ বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভূরঘাটা নতুন পৌর টার্মিনাল চত্বরে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।