সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
মোঃ আঃ কুদ্দুস খান ;মঠবাড়ীয়া পিরোজপুর প্রতিনিধী;
অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি শ্লোগানকে সামনে রেখে ১৮/;০৮/২৫ ইং তারিখ মঠবাড়ীয়া উপজেলা পরিষদ চত্তরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হল।রেলি ও শোভাযাত্রা মঠবাড়ীয়ার সকল সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ এর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।আঃ কাইউম উপজেলা নির্বাহী অফিসার , মৎস্য অফিসার মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করা হয়।এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন আঃ কাইউম উপজেলা নির্বাহী অফিসার মঠবাড়ীয়া পিরোজপুর।আরো উপস্হিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা দিনেশ চন্দ্র, আঃ হালিম ওসি তদন্ত মঠবাড়ীয়া থানা,সহঃ প্রকৌশলী আঃ ছত্তার খান লিটন জনস্বাস্হ্য অধিদপ্তর মঠবাড়ীয়া পিরোজপুর। সহ মৎস্যজীবি সমিতি এস ডিএফ এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।