বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি।’ আজ বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ আকাশের সভাপতিত্বে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাকের উপস্থাপনায় জাতীয় কন্যাশিশু দিবসের আলোচ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন । তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈয়দ মাহমুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, তেতুলিয়া মডেল থানার(ওসি) তদন্ত নজির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, তেতুলিয়া উপজেলা শাখা এন সিপির (NCP)প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান, সাংবাদিক এমএ বাসেদ,মহিলা বিষয়ক প্রশিক্ষক শাহজাহান আলী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।