মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনভর শ্রদ্ধা নিবেদনে স্মৃতিস্তম্ভ ফুলে ফুলে ভরে ওঠে। এছাড়া নওগাঁ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, এটিম মাঠে বিজয় মেলা এবং সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।