বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া হাটে হটাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।গত সোমবার হাটে কাঁচা মরিচের দাম ছিল ৪০থেকে ৫০ টাকা কেজি, সেখানে আজ শুক্রবার (১১ জুলাই) একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কাঁচামাল ব্যবসায়ী বান্দাইখাড়া গ্রামের মো.আব্দুল কাদের কান্দুর বলেন,গত হাটে কাঁচা মরিচের দাম কেজি প্রতি৪০থেকে ৫০ টাকা,কিন্তু বর্তমানে তা বেড়ে ২০০ টাকা হয়েছে। তিনি আরও বলেন, বাজারে মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।আমরা নিজেরাও বেশি দামে কিনে এনে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হইতেছি। একই হাটের আরেক ব্যবসায়ী মো.আশরাফুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ক্রেতা বান্দাইখাড়া গ্রামের মো. আকরাম হোসেন বলেন, এত বেশি দামে কাঁচা মরিচ কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আগে যা ৫০ টাকায় এক কেজি কিনতাম, এখন তা ২০০ টাকায় কেজি দরে কিনতে হচ্ছে। এতে পরিবারের খাদ্য ব্যয় বেড়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যেন দ্রুত এই মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়। স্থানীয় বাজার মনিটরিং কর্তৃপক্ষ দ্রুত দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।ক্রেতারা আশঙ্কা করছেন, যদি দাম এমনই বাড়তে থাকে, তবে আগামী দিনে কাঁচা মরিচ সাধারণের ক্রয়সীমার বাইরে চলে যাবে