মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন; মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ; আত্রাইয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা; পিরোজপুরে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা; মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা; “বাইক” পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; নওগাঁয় একটি পরিবারের দাপটে পুরো গ্রামের মানুষ অতিষ্ট  ; নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন ; কোস্টগার্ড’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা; তারুণ্যের সমাবেশ সফল করতে মোংলায় যুবদলের প্রচার মিছিল; নেছারাবাদে নবীকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় হিন্দু যুবককে আটক; এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ; স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ; নওগাঁতে কালভার্ট ভেঙে চার গ্রামের মানুষের ভোগান্তি ; নেছারাবাদে “ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে” প্রতিবাদ মিছিল; নওগাঁর বদলগাছীতে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু হয়েছে; ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার; মোংলা বন্দরে আগমন বেড়েছে বাণিজ্যিক জাহাজের, গাড়ি আমদানিতে রেকর্ড; প্রকাশিত সংবাদের প্রতিবাদ ;

নওগাঁর বিভিন্ন অঞ্চলের মাঠ গুলো সরিষার হলুদ ফুলে সাঁজে সেঁজেছে ;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে কৃষকের রঙিন স্বপ্ন দোলা দিচ্ছে সরিষার ফুলের বাতাসে। দেখে মনে হবে হলুদ রঙের শাড়ি পরে যেন কোন বিয়ের হলুদ সন্ধ্যা চলছে। আত্রাই উপজেলার দিগন্ত জোড়া ফসলের মাঠে এমনই চিত্র দেখা যাচ্ছে অহরহ।
আত্রাইয়ের ৮ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরিষার হলদে ফুলের ফসলে মাঠের পর মাঠ ছেঁয়ে গেছে। মাঠের দিকে তাকালে দিগন্তজুড়ে যেন হলুদ গালিচা বিছানো হয়েছে। চলতি মৌসুমে সরিষা চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা এবারও ছাড়িয়ে যাচ্ছে। গত বছরে প্রায় ৫২৩০ হেঃ জমিতে সরিষা চাষাবাদ হয়েছে এবার ৬৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কম খরচে অধিক লাভ, তাই সরিষা চাষের প্রতি আগ্রহী হচ্ছেন কৃষকরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, আত্রাই নদীর অববাহিকা সংলগ্ন জমির দিকে তাকালে মনে হয় ফসলের মাঠ যেন সেজেছে গাঁয়ে হলুদের সাজে। মাঠজুড়ে সরিষা ফুল দেখে মনে হবে এ যেন হলুদ রাজার দেশ ৷ মৌমাছির মধু সংগ্রহের গুঞ্জনে মুখরিত অবারিত ফসলের মাঠ। সরিষার ফুলে বাতাসের দোলায় দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন।
সরিষা চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। সরিষা চাষে সময় লাগে কম, খরচও কম, লাভ বেশি হওয়ায় সরিষা উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন এ অঞ্চলের কৃষকরা। এতে করে কৃষকরা লাভবানের পাশাপাশি দেশে তেলের ঘাটতি মিটানো সম্ভব হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে পতিত জমিতে বাড়তি লাভের আশায় সরিষা চাষ করেন তারা। সরিষা কেটে ওই জমিতে আবার বোরো আবাদ করা যায়। এতে অল্প সময়ে একই জমিতে দুটি ফসলের চাষে লাভবান হওয়া যায়। জমিতে সরিষা রোপণ করা থেকে পরিপক্ব হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাস। প্রতি বিঘা জমিতে সরিষা চাষে সব মিলিয়ে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকার মতো । এক বিঘা জমিতে সরিষা উৎপাদন হয় ৫-৬ মণ। সরিষার দামও ভালো পাওয়া যায়। তাই সরিষা বিক্রির টাকা দিয়ে ইরি বোরো চাষে খরচ করা যায় পাশাপাশি তাদের ভোজ্য তেলের চাহিদাও মিটানোও সম্ভব।
উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দমদমা গ্রামের কৃষক
শহিদুল ইসলাম, মো. আশরাফ জহুরুল ইসলাম এবং সিংসাড়া গ্রামের স্বপন সরকার,জিয়ার উদ্দিন ও বাচ্চু সরদার বলেন, আমরা তিন চার বিঘা করে জমিতে সরিষা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে দুই থেকে আড়াই হাজার টাকা করে ব্যয় হয়েছে। সাহাগোলা ইউনিয়নের তাড়াটিয়া গ্রামের আহাদ আলী বলেন প্রায় ৩ বিঘা জমিতে সরিষা চাষাবাদ করেছি। সরিষার ক্ষেতে গেলে প্রাণটা ভরে যায়।
উপজেলার কলিকাপুর ইউনিয়নের মরিয়া গ্রামের সরিষাচাষি সোলাইমান সরদার চাষ করেছেন ২ বিঘা, কৃষক নয়ন সাহা করেছেন ৩ বিঘা জমিতে সরিষা চাষ।
তারা বলেন, আশা করছি ভালো ফলন হবে। এছাড়া বর্তমানে সয়াবিন তেলের দাম বেশি। তাই বিকল্প হিসেবে সরিষার তেল ব্যবহার করতে পারব। তা ছাড়া সয়াবিন তেলের চেয়ে সরিষার তেলের পুষ্টিগুণ অনেক বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, তেল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কৃষকদের সরিষা চাষ করতে প্রণোদনা দিচ্ছি ও কৃষকদের লাভের জন্য দুই ফসলি থেকে তিন ফসলি জমি তৈরি করতে উৎসাহিত করছি। এই লক্ষ্য নিয়েই ভোজ্য তেল বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার