মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধি;
পটুয়াখালী আউলিয়াপুর ইউনিয়নের বলাইবুনিয়া গ্রামের নূরমোহাম্মদ হাওলাদার তার বউকে রাতের অন্ধকারে গলা কেটে হত্য করে।জানা যায় দ্বিতীয় বিয়ে নিয়ে পূর্ব জের চলছিলো ছেলেকে বলছে আজ তোমার মাকে আমার ঘরে পাঠাও আর ঝগরা ঝাটি করবো না এই বলে তাকে নিয়ে এ ঘটনা ঘটায়।স্থানীয় সুএে জানা জায় বউকে হত্য করে থানায় গিয়ে আত্মসমর্পণ করে বিষয়টি পটুয়াখালী থানা ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ নিশ্চিত করেন।লাশ মর্গেপাঠানো হয়েছে। রিপোট লেখা প র্যন্ত কোন মামলা হয়নি।