মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন; বেলকুচিতে একই জমির দাবিদার দুইজন, মিমাংসার লক্ষ্যে আদালতে মামলা; IHWS পিরোজপুর সদর উপজেলা কমিটি আইডি কার্ড, টি-শার্ট ও পরিচিত সভা অনুষ্ঠিত; কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ; তেঁতুলিয়ায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত; পিরোজপুর-মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ; নওগাঁর আত্রাইয়ে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত ; জোর করে অন্যের জমির গাছ তুলে নিয়ে যায় সালাম ফকির ; নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন; টেকনাফে উপজেলা বিএমইউজে’র সভাপতি কায়সার জুয়েল সাঃ সম্পাদক আজিজ উল্লাহ কমিটি ঘোষণা; কাউখালী প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে নিয়ম ভেঙে দীর্ঘ ৫ বছর একই কর্মস্থলে ডাঃ রোকসানা হ্যাপি; পটুয়াখালী মরিচবুনিয়া সিনিয়র মাদ্রাসার নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন; পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোগে হামদ- নাত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে নারিকেল দাম বেশি হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয়; ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি ওলামা দলের কর্মী সম্মেলন; বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড, নৌবাহিনীর যৌথ অভিযানে নারী পুরুষ ও শিশুসহ ৬৬ জন উদ্ধার; নওগাঁতে খাস নক্স বন্দী মুজাদ্দেদী তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন; নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে পরে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু ; পিরোজপুরে বিষ প্রয়োগে মৎস্য নিধন প্রতিরোধে, মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত;

বেলকুচিতে একই জমির দাবিদার দুইজন, মিমাংসার লক্ষ্যে আদালতে মামলা;

মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ বেলকুচি মূল কান্দি দশকাদা গ্রামে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
রেজাউল মোল্লা বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেছে, ১/ মো: আব্দুল সালাম ফকির (৬০) মৃত মুনো ২/ মো: মানিক সরকার (৪৫) মৃত মজিদ সরকার ৩/ সাখাওয়াত (৬৫) পিতা আকবর মোল্লা সর্ব সাং গ্রাম বড়ইতলা ৪ / কামিরুল সরকার (৬০) পিতাঃ মৃত তমছের আলী সরকার ৫/ আবু হেনার ফকির (৪০) পিতা মৃত আবেদিন ফকির
উভয় সাং মুলকান্দি দশ খাদা ৬/আব্দুল সামাদ মৌলভী( 60) পিতা মৃত জুরান মুন্সি জিধুরি উত্তর পাড়া এই ৬জনের নামে অভিযোগ করা হয়।
তফসিল ভূমির বিবরণ : সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা মৌজা তৌজি ২৬ , ডিএস খতিয়ান নম্বর ১৫৮, এস এ খতিয়ান নম্বর ১৭১, দাগ নম্বর (১২২৭/ ১৪২২/১৪৭৬) মোট জমির ১৫৬ শতাংশ দাবি ভূমি বটে। রেজাউল মোল্লা বলেন, আমাদের পূর্বপুরুষ হতে এই জমি বোগ দখল করে আসছি। আমাদের জমির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও বিবাদী অত্যন্ত দুর্দান্ত দাঙ্গাবাজ পর সম্পত্তিলোবি ব্যক্তি। এ জমি আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। আমার পিতা জীবদ্দশায় নিম্নতশিল বর্ণিত সম্পত্তি গত ১৬/০৭/১৯৬৪ সালের উল্লাপাড়া এস আর অফিসে ১২৫ /১৯৬৪ নং দলিল মূলে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবত ভোগ করিয়া আসিতেছি। উক্ত সম্পত্তিতে বাশ ঝাড় ইউ কালেক্টর গাছ রোপন করা হয়েছিল। কিন্তু গত ২০/১০/২৫ ইং শনিবার সকালে বিবাদীরা লাঠি সোটা নিয়ে আমার গাছ তুলে নিয়ে যায়। ঘটনার সাক্ষী ১/মো: ইসমাইল হোসেন মোল্লা পিতা: মৃত জসিম মোল্লা,২/ সুরুত মোল্লা পিতা মৃত হাসেন মোল্লা ৩/ মোহাম্মদ ফরহাদ আলী পিতা: বদিউজ্জামান ৪/ সোহেল পিতা মোঃ সুরুত মোল্লা সর্বসং বেলকুচি চর সিরাজগঞ্জ।
আসরাফ বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে দেখি হইহই লাগছে আমি বাড়ি থেকে বের হয়ে দেখলাম কিছু ব্যক্তি গাছগুলো তুলে নিয়ে যাচ্ছে। জমিগুলো অনেক বছর হল চাষাবাদ করে খায় রেজাউল ।
সাবেক মহিলা মেম্বার বলেন, বিগত অনেক বছর হল এই জমিটা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে দখল করে আসছি এবং কাগজপত্র আছে। কিন্তু আব্দুল সালাম মানিক সরকার কামরুল সরকার আবু হেনা ফকির আব্দুস সামাদ মৌলভী আমাদের জমিটা করতে চায়। আমরা নিরুপায় হয়ে সিরাজগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেছি। আইনের দিকে শ্রদ্ধা রেখে বলছি সুষ্ঠু তদন্ত করে যার জমি প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হোক। এ বিষয়ে সালাম ফকির বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনেকবার সমাধান করার দরবারের ডেট দেয় কিন্তু তারা কাগজপত্র দেখাতে পারেনা বিধায় কোর্টে মামলা করেছে। এখন যা করার কোর্টে হবে।
যে কাগজপত্র দেখাতে পারবে তাকেই কোর্টে থেকে রায় দিবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার