বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
মো: সোহরাওয়ার্দী হোসেন ;
সিরাজগঞ্জ প্রতিনিধি ;
সিরাজগঞ্জ উল্লাপাড়া লতিফ মির্জার কবর জিয়ারতের মধ্যে দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫নং মোহনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নৌকা মার্কায় নির্বাচনী কমিটি গঠনের লক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শফিকুল ইসলাম শফি এমপি। উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার, মোহনপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুন সরোয়ার বকুল, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহসান আলী সরকার।
সঞ্চালনায় ছিলেন রফিকুল ইসলাম দুলাল সহ শত শত নেতা কর্মি উপস্থিত ছিলেন।