শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন ; মঠবাড়ীয়ায় জাতীয় নাগরিক পার্টী’র (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মাহাদীর সাংবাদিক সম্মেলন; নওগাঁর শেখপুরা জামে মসজিদে মকতুবাদ শরীফের মাহফিল অনুষ্ঠিত; মঠবাড়ীয়ায় ধানের শীষের প্রার্থীর ওমরা হজ্ব শেষে শুভ আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ ; সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান; নওগাঁর আত্রাইয়ের দ্বিপ্চাদপুর উত্তর পাড়া জামে মসজিদে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; মোংলায় নবী দাবী করা যুবক আটক; ফসিল গ্যাস উত্তোলনের হার জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে; কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; এনসিপির ড. শামীম হামিদীর ‘নাগরিক সংযোগ’ কর্মসূচির উদ্বোধন; নওগাঁ-৬ আসনে আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী কর্মী মতবিনিময় সভা; ‘প্রবাসী ভিআইপি ক্লাব’ কর্তৃক বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন; আত্রাইয়ে আন্তঃকলেজ ফুটবল বিজয়ী দলের ওপর হামলা, প্রতিবাদ মিছিল; খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; কাউখালীতে দুর্বৃত্ত কর্তৃক বসতবাড়িতে অগ্নিকাণ্ড ; নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়; ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণের দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন; মাদারীপুর-২ আসনে গণজোয়ার: মিল্টন বৈদ্যের পক্ষে ঐক্যবদ্ধ জনতা; বোয়ালমারীতে নববধূকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা উপর যুবলীগের হামলায়;

অর্জনের কথা;

দেওয়ান আজাদ পারভেজ;

জীবনে কিছু অর্জন করতে চাইলে সর্বপ্রথম দরকার মনোযোগ এবং লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা। চোখ বন্ধ রেখে যেমন কেউ লক্ষ্যভেদ করতে পারে না, তেমনি লক্ষ্যহীন প্রচেষ্টা কখনো কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয় না।
বিশ্বখ্যাত সাহিত্যিক লিও টলস্টয় বলেছেন, “বিশ্বকে বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলাও।” মহাত্মা গান্ধীও একই কথা বলেছেন— “তুমি নিজেই সে পরিবর্তন হও, যা তুমি বিশ্বকে দেখাতে চাও।”
দার্শনিক সক্রেটিসের মতে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষকে নৈতিকতা ও আত্ম-উন্নয়নের পথে導 করা।
মানুষ পৃথিবীর একমাত্র প্রাণী, যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দেয়। অথচ মানবাধিকারের মূল লক্ষ্যই হলো মানবিক মর্যাদা বজায় রাখা— যা বাংলাদেশের সৃষ্টি, স্থিতি এবং সমৃদ্ধির প্রধান ভিত্তি।
জীবনে অস্থিরতার পেছনে ছুটে সুখ পাওয়া যায় না। মধ্যমানের শান্ত ও স্থির জীবনই মানুষকে বেশি সুখ দেয়। জীবন আসলে প্রতিযোগিতা নয়— সহযোগিতাই জীবনের প্রকৃত রূপ। ধৈর্য হারানো চলবে না; সময় ও সুযোগ একদিন আসবেই।
চালাকির চেয়ে বিশ্বস্ততা অনেক বেশি মূল্যবান। শিয়াল খুব চালাক হলেও মানুষ কুকুরকেই পোষে, কারণ বিশ্বস্ততা জীবনকে নিরাপদ করে। দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা জন্ম নেয় ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা কোনো অভিশাপ নয়— সাফল্যের প্রথম সোপান।
অনেকে মনে করেন ধন-সম্পদ অর্জন করাই জীবনের উদ্দেশ্য। কিন্তু প্রকৃত সত্য হলো— অর্থ জীবন চালানোর উপায়, লক্ষ্য নয়। অধিক ধন লোভ জীবনের মূল্যবোধকে নষ্ট করে দেয়।
এক ধনকুবের ব্যাংকে ২০০ কোটি টাকা রেখে মারা গেলেন; মৃত্যুর পর তার স্ত্রী ড্রাইভারকে বিয়ে করলেন। ড্রাইভার মনেই বললেন— “এতদিন ভেবেছিলাম আমি মালিকের জন্য পরিশ্রম করি; এখন দেখি মালিকই আমার জন্য পরিশ্রম করে গেছেন।”
জীবনের কঠিন সত্য হলো—
১) দামি ফোনের প্রায় ৭০% সুবিধাই অপ্রয়োজনীয়।
২) দ্রুতগতির গাড়ির ৭০% গতি কখনো কাজে লাগে না।
৩) প্রাসাদসম বাড়ির বেশিরভাগ ঘর খালি থাকে।
৪) আলমারিভর্তি কাপড়ের অনেকটাই কখনো পরাই হয় না।
৫) জীবনের পরিশ্রমে উপার্জিত অর্থের ৭০% ব্যবহার করেন অন্যরা।
যাদের জন্য অর্থ জমিয়ে যাবেন, তারা আপনার জন্য বছরে একবার প্রার্থনা করার সময়ও নাও পেতে পারে। তাহলে করণীয় কী?
উত্তর একটাই— অধিক ধন নয়, সুস্থ শরীর ও সুস্থ জীবনই প্রকৃত অর্জন। মানুষকে ক্ষমা করুন, দুশ্চিন্তা কমান, জীবনকে সহজভাবে উপভোগ করুন।
শেষ পর্যন্ত সবাইকেই একটুকু কাফনের কাপড় নিয়েই পৃথিবী ছাড়তে হয়—
“পৃথিবীতে পোশাকবিহীন এসেছিলে হে গালিব!
একটি কাফনের জন্য এত লম্বা সফর করলে!”

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার