বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
চট্টগ্রাম( সন্দ্বীপ) কালাপানিয়া , বার্ষিক সাধারণ সভার মাধ্যমে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের ২০২৬–২০২৭ ইং দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস-এম বাশার উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনিরুল ইসলাম।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম, সহ-সভাপতি হাবিবুর রহমান ও মোশাররফ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শরফুল আজাদ এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন আশরাফুল মাতুলা শাকিল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক নেসাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক মনির উদ্দিন রিপন ও সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রায়হান দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— শিক্ষা ও সাহিত্য সম্পাদক নিজাম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মেহরাজ, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ওমর হাসান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আজিম উদ্দিন সাহাব, আব্দুর রহমান সেলিম, সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান ও মোঃ মনির হোসেন।
সভায় বক্তারা বলেন, মাস্টার কামাল উদ্দিনের স্মৃতি ও আদর্শকে ধারণ করে সংগঠনের শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে।