বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক,গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা কদকতলা এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারি আটক করে।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মো: জিয়াউর রহমান এর তদারকিতে,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো:আরিফুল ইসলাম এর তত্তাবধানে এসআই(নি:)মোঃ আতিকুর রহমান বিশ্বাস এর নেতৃত্তে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। গতকাল ৩০ডিসেম্বর(মঙ্গলবার) পিরোজপুর সদর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে জানতে পারেন যে,পিরোজপুর জেলার সদর থানাধীন ২নং কদমতলা ইউনিয়নের,জুজখোলা পাঞ্জেখানা জামে মসজিদের সামনে রাস্তার উপর অবস্থান করিয়া,কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৮:৩০ ঘটিকার সময় আভিযানিক টিম ঘটনাস্থলে উপস্থিত হলে, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে টিমের সদস্যগণ মাদক কারবারি ১/মোঃ ইমাম হোসেন (২৮) পিতা-মোঃ বেদার কাজী, একপাই জুজখোলা,থানা- পিরোজপুর’কে আটকপূর্বক তাকে তল্লাশী করে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে রক্ষিত মোট ৫০পিস, নিষিদ্ধ ট্যাবলেট ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য প্রায় ২০,০০০ টাকা। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে,পিরোজপুর সদর থানা,মাদক মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন যে,মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।