বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
মোঃ রফিকুল ইসলাম রুমি;
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সোমনাথ দে’কে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন সাবেক যুবদল সদস্য ও বাগেরহাট জেলা সিঙ্গাপুর তাঁতীদলের সভাপতি কবির হাওলাদার।
শনিবার আমতলা বাজার, মোড়েলগঞ্জে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় কবির হাওলাদার বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।