বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি
মোংলা প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে দিয়ে বরণ করেন মোংলা প্রেস ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
বক্তারা বলেন, সাংবাদিকরা সামাজের দর্পণ। সাংবাদিক কেবল খবর সংগ্রহ করেন না, তারা খবরের গভীরে গিয়ে সত্যকে তুলে আনেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এমনকি নিজের জীবনকে তুচ্ছ করে তারা ছুটে চলেন সংবাদের পেছনে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজ তথা দেশ এগিয়ে যাবে।
এর আগে গত ৮ই জানুয়ারি সকালে মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন সভাপতি হিসেবে মো. আহসান হাবীব হাসান (জনকণ্ঠ), সাধারণ সম্পাদক মো. হাসান গাজী (জন্মভূমি) ও সহ-সাধারন সম্পাদক মো. ইলিয়াচ হোসেন (খবরপত্র), সহ-সভাপতি মো. এনামুল হক (কালের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক মু. হাফিজুর রহমান (আমার সংবাদ), কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা (স্বদেশ প্রতিদিন), হাছিব সরদার (ভোরের ডাক) ও আলী আজীম (প্রতিদিনের সংবাদ) কে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. শফিকুল ইসলাম শান্ত (দক্ষিণাঞ্চল)।
অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার, মোংলা পৌর জামায়াতের আমীর এম, এ, বারি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: শাহজাহান ফকির, সদস্য মো: এয়াকুব মোল্লা।
এছাড়াও অনুষ্ঠানে মোংলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।