বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
সমাজকল্যান পরিষদের প্রশিক্ষণ কর্মসূচির ২৫তম ব্যাচে মাকসৃ’র দুই প্রতিনিধি অংশগ্রহণ; মে মাস যুবক পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ; মোংলায় মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির; বেসরকারী উন্নয়ন সংস্থা যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের বিকে টাওয়ার পুনঃ উদ্ধারের আন্দোলন;; কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালন; মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ; নওগাঁতে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল; বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন; মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ; আত্রাইয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা; পিরোজপুরে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা; মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা; “বাইক” পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; নওগাঁয় একটি পরিবারের দাপটে পুরো গ্রামের মানুষ অতিষ্ট  ; নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন ; কোস্টগার্ড’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা; তারুণ্যের সমাবেশ সফল করতে মোংলায় যুবদলের প্রচার মিছিল; নেছারাবাদে নবীকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় হিন্দু যুবককে আটক; এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ;

ট্র্যাক প্রতীকের সহযোগী জেলা পরিষদ সদস্য বাদলকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম;

স্টাফ রি‌পোর্টার;

নওগাঁর আত্রাইয়ে ট্র্যাক প্রতীকের সহযোগী উপজেলা আ’লীগ সহসভাপতি জেলাপরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়েছে। শনিবার ৩০ ডিসেম্বর সকাল আনুমানিক পোনে দশটায় উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনা ঘটিয়ে দৌরে পালানোর সময় ঘটনাকারী নাটোর জেলাধীন নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আজিজার হোসেনের ছেলে শামিম হোসেন সানি (২৫) কে জনতা ধাওয়া দিয়ে আটক করে পুলিশে দেয়। ঘটনার পর থেকে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।

চৌধুরী গোলাম মোস্তফা বাদল বলেন, নির্বাচনী ক্যাম্পে যাবার উদ্দেশ্যে সাহেবগঞ্জ বাজারে চা খেয়ে মোটরসাইকেলে উঠছিলাম এমন সময় পিছন হতে পিঠে চাকু মারলে চিৎকার দেওয়ামাত্র সাহেবগঞ্জ গ্রামের ভোদন এবং আটককৃত শামিম হোসেন দৌরে পালায়।

মোটরসাইকেলের চালক সাজেদুল ইসলাম সেন্টু জানান, বাদল চাচা চিৎকার দেওয়ামাত্র ঘটনাকারী দৌর দিলে মোটরসাইকেল রেখে চাচার পিঠ থেকে চাকু টেনে বের করে হাসপাতালে নিয়ে আসি।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শীতের পোশাক থাকায় চাকু দুই ইঞ্চিরমত গভীরে গেছে। তবে আর একটু নিচে চাকু মারলে ফুসফুসের বড় ক্ষতি হতো।
ট্র্যাক প্রতীকের প্রার্থী ওমর ফারুক সুমন বলেন, ঘটনার পেছনে যিনারা আছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে বলা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের শুরু থেকে আমার সহযোগীদের নানান ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, জনতা মারফত নাটোর জেলাধীন নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আজিজার হোসেনের ছেলে শামিম হোসেন সানি (২৫) থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারন জানতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার