সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড, খালাস ৩! কাউখালীতে ইয়াবাসহ যুবক আটক ; নওগাঁর আত্রাইয়ে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু; আসন পুনর্বহালের দাবিতে মোংলায় সর্বাত্মক অবরোধ চলছে; IHWS মঠবাড়িয়া অফিস কার্যালয়ে নব গঠিত উপজেলা কমিটি ও পৌরসভা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়; নওগাঁর বদলগাছীতে কৃষকদল নেতা কে গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ; বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত; হরতাল সফল করতে মোংলায় বিক্ষোভ মিছিল; কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা’সহ আটক-১; শোক সংবাদ; বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ; পিরোজপুরে জাতিয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা ২০২৫ ইং উদযাপন ; নওগাঁর আত্রাইয়ে নবগঠিত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত; মঠবাড়ীয়ায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন; কাউখালীতে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত; কাউখালীতে মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন; ভাণ্ডারিয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত; বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত; টাইফয়েড এর টিকাদান কর্মসূচী নিয়ে আলোচনা;

আত্রাইয়ে প্রাকৃতিক দুর্যোগ না হলে বোরো ধানের বাম্পার ফলনে ভরবে কৃষকদের শূন্য গোলা;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত জেলা নওগাঁ জেলা এই জেলার ধান ও চাউলের সুনাম ছড়িয়ে যায় দেশ জুড়ে নওগাঁর১১টি উপজেলায় দুলছে সোনালী বর্নের ধান যা দেখে কৃষকরা স্বপ্ন দেখছেন বাম্পার ফলনের। জেলার আত্রাই উপজেলায় প্রতিটি মাঠ জুড়ে দুলছে কৃষকের সোনালী স্বপ্নের ধান। মাঠগুলোতে এখন বোরো ধানের সবুজ বরণ কেটে হলুদ বরণ ধারণ করতে শুরু করেছে।কিছু কিছু এলাকায় পাকতে শুরু করেছে বোরো ধান। যে দিকেই চোখ যায় শুধু ধান আর ধান ধানের শীষে মাঠ জুড়ে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। চারিদিকে এ যেন এক দৃষ্টিকারা দৃশ্য।হালকা হালকা হাওয়ায় দুলছে ধানের সোনালী শীষ।আর খুশিতে দুলছে কৃষকের স্বপ্ন। কৃষকের মনে উঁকি দিচ্ছে এক নতুন স্বপ্ন সোনালী খেত দেখে বারবার ফিরে তাকায় আর যেন হারিয়ে যাই প্রাকৃতিক দুর্যোগ ঝড়োয়া আবহাওয়া ও শিলাবৃষ্টির ভাবনায় আর কিছুদিন পরেই রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শূণ্য গোলা আর কৃষকের মুখে ফুটবে হাসি। বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন।পাকা ধান ঘরে তুলতে জায়গা প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষকরা বলছেন, ধানের চারা রোপণ থেকে শুরু করে শেষ সময় পর্যন্ত কৃষি অফিসের সহযোগিতা ও আবহাওয়া অনুকূল থাকার কারণে ধানক্ষেতে রোগ-বালাই তুলনামূলক নেই বললেই চলে।ধান কাটা-মাড়াই পর্যন্ত এমন আবহাওয়া থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
কৃষি অফিসের তথ্যমতে উপজেলার ৮টি ইউনিয়নে ১১ হাজার ৭শত ৪০হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।
উপজেলার ৮টি ইউনিয়ন আত্রাই আহসানগন্জ ইউনিয়ন,পাঁচুপুর ইউনিয়ন,ভোঁপাড়া ইউনিয়ন,সাহাগোলা ইউনিয়ন,কালকাপুড় ইউনিয়ন,হাটকালুপাড়া ইউনিয়ন,এ ছাড়াও জেলার প্রতিটি উপজেলায় বোরো ধানের চাষ করা হয়ে থাকে। এবারে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।ধান রোপনের শুরু থেকেই অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবারের ধান মাঠে দর্শনীয় হয়ে উঠেছে।বেশ কিছু এলাকায় আগাম জাতের ধান পাকতেও শুরু করেছে।অধিকাংশ এলাকার মাঠ জুড়ে সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে বোরো ধানের শীষ।আর এ সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।
উপজেলার নন্দনালী গ্রামের কৃষক মোঃ আফজাল হোসেন ও হাটকালুপাড়া কৃষক মোঃ রইজ উদ্দিন বলেন এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমরা বোরো ধনের বাম্পার ফলন পাব।আর কয়েকটা দিন যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে কৃষকদের স্বপ্নের সোনালী ধান সুন্দরভাবে ঘরে উঠবে কালকাপুড় ইউনিয়নের তারানগর গ্রামের আব্দুল খালেক বলেন আমরা বোরো ধানের মধ্যে জিরাসাইল কাটারি ও আটাশ ধানের আবাদ সর্বাধিক পরিমাণ জমিতে করে থাকি। কিছু কিছু জমিতে নতুন অন্য জাতের ধানের চাষও করা হয়েছে। শুরু থেকেই আবহাওয়া ভালো থাকায় ধানের শীষগুলো দর্শনীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবারে বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদী। আহসমগন্জ ইউনিয়নের সুটকিগাছা গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার বিভিন্ন মাঠে আগাম রোপণকৃত ধান ২ থেকে ৪ দিনের মধ্যে কাটামাড়াই শুরু হবে। কাটামাড়াই পুরোদমে শুরু হতে আরো এক সপ্তাহ লাগতে পারে। সাহাগোলা ইউনিয়নের আরিফ হোসেন বলে,আমরা এখন ঝুঁকির মধ্যে রয়েছে ঝড়ো আবহাওয়া ও শিলাবৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে আমরা মাঠে রয়েছেন। স্বপ্নের ধান কেটে ঘরে তুলতে পারলে বাম্পার ফলন পাব বলে আমরা আশা করছি । আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অল্প খরচে অধিক ফলনের জন্য আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করেছি।বিশেষ করে বোরো ধান রোপনের শুরু থেকেই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায় কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন।বিশেষ করে অধিক ফলেন জন্য পরিমাণ মতো সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সব সময় আমরা পরামর্শ দিয়ে আসছি। এবার আত্রাই উপজেলার কোথাও মাঝড়া পোকার আক্রমণ নেই।এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে আরো বলেন বিঘা প্রতি জিরা,আটাশ ও কাটারি ধান ২৪ থেকে ২৬.২৭ মন হারে আসবে ও মোটা জাতের ধান আরো বেশি ফলনশীল হবে।আগামী এক সপ্তাহের মধ্যে ভরপুর কাটামাড়াই শুরু হবে সুন্দরভাবে ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের কে আমরা সবরকম পরামর্শ প্রদান করতেছি।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার