বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব;
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক আংশীদারিত্ব অগ্রগতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। মঙ্গলবার(১২আগস্ট)সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,তেঁতুলিয়া উপজেলা সমবায় অফিসার মামুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা নাফিজুল ইসলাম নাফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাবীবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,যুব উন্নয়ন থেকে সুবিধাভোগীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয় ৩০ জনকে সনদসহ ঋণের চেক বিতরণ করা হয়।