বুধবার, ২১ মে ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলায় মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির; বেসরকারী উন্নয়ন সংস্থা যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের বিকে টাওয়ার পুনঃ উদ্ধারের আন্দোলন;; কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালন; মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ; নওগাঁতে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল; বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন; মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ; আত্রাইয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা; পিরোজপুরে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা; মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা; “বাইক” পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; নওগাঁয় একটি পরিবারের দাপটে পুরো গ্রামের মানুষ অতিষ্ট  ; নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন ; কোস্টগার্ড’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা; তারুণ্যের সমাবেশ সফল করতে মোংলায় যুবদলের প্রচার মিছিল; নেছারাবাদে নবীকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় হিন্দু যুবককে আটক; এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ; স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ; নওগাঁতে কালভার্ট ভেঙে চার গ্রামের মানুষের ভোগান্তি ;

মুন্ডা সংস্থায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-উদযাপন;

বিশেষ প্রতিনিধিঃ
আজ ১১ ই ডিসেম্ববর বিকাল তিনটায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস এর প্রশিক্ষণ কেন্দ্রে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) সহযোগিতায় ও সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর বাস্তবায়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভপতিত্ব করেন সামস এর সভাপতি মি: গোপাল চন্দ্র মুন্ডা, প্রধান অতিথির আসন অলংকৃত করেন এনরিকো মন্ডল, প্রোগ্রাম অফিসার কারিতাস শ্যামনগর, বিশেষ অতিথির আসন গ্রহন করেন রনজিত বর্মন (সিনিয়র শিক্ষক, সুন্দরবর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সাংবাদিক শ্যামনগর প্রেস ক্লাব), সাংবাদিক বিল্লাল হোসেন সভাপতি সুন্দরবন প্রেসক্লাব আরো উপস্থিত ছিলেন খগেন্দ্র নাথ মুন্ডা,(চক প্রধান বুড়িগোয়ালিনী গাবুরা মুন্ডা অঞ্চল)সভায় শুভ্চেছা বক্তব্যে দেন নির্বাহী পরিচালক মিঃ কৃষ্ণপদ মুন্ডা সকলকে শুভেচ্ছা জানান এবং দিবসটির গুরত্ব ও প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথির বক্তব্যে এনরিকো মন্ডল বলেন আজও আমাদের অধিকারর কথা ভাবলে মানুষের মর্যাদার কথা স্বাধিনতার কথা বলতে হয় ।উন্নয়শীল দেশ গুলোর কারনে আমাদের শিকার হতে হচ্ছে। কোপ-২৮এ বাংলাদেশের জন্য জলবায়ুর নেয্যতার দাবি করা টা একটি অধিকার আমরা যেন বঞ্চিত না হই।বিশেষ অতিথির বক্তব্যে সুন্দরবর প্রেস ক্লাবের সভাপতি জনাব বেলাল হোসেন বলেন আপনাদের আবাদ করা জমিতে আপনারা ভূমিহীন এই অধিকার অর্জনে আপনাদের সংগটিত হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক রনজিত বর্মন বলেন আমরা যেন অধিকার থেকে যেন বঞ্চিত না হই এটা রাষ্টের যেমন দায়িত্ব, রাষ্ট্রের প্রতি আমাদের ও দায়িত্ব আছে। তবে ভুলে গেলে চলবে না যে আমাদের প্রাপ্যতা আমাদের অর্জন করতে হবে। উক্ত‌ অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে সামসএর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা বলেন আমাদের পূর্ব পুরুষরা এই বন আবাদ করলেও আমরা ভূমি হীন আমাদের এই অধিকার প্রতিষ্ঠত হোক এটাই প্রত্যাশা।উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সামস এর প্রজেক্ট ম্যানেজার সনজয় মাঝী। সভায় বিভিন্ন আদিবাসী পাড়া থেকে বিভিন্ন শ্রেনি পেশার আদিবাসীরা অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার