শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
শোক সংবাদ; বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ; পিরোজপুরে জাতিয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা ২০২৫ ইং উদযাপন ; নওগাঁর আত্রাইয়ে নবগঠিত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত; মঠবাড়ীয়ায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন; কাউখালীতে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত; কাউখালীতে মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন; ভাণ্ডারিয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত; বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত; টাইফয়েড এর টিকাদান কর্মসূচী নিয়ে আলোচনা; মোংলায় মেরিন এন্ড ইঞ্জিনিয়ারিং নির্বাচনে রফিক সভাপতি, জাহিদুল সম্পাদক; জাতীয় মৎস্য সপ্তাহ /২৫ উদযাপন; গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্; অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে- জুলফিকার আলী ; আল-আকসা ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগীতা ২০২৫ এর প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান; মঠবাড়ীয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত; কাউখালীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ; বেলকুচিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; নওগাঁর শেখপুরা জামে মসজিদে মকতুবাদ শরীফের মাহফিল অনুষ্ঠিত;

মুন্ডা সংস্থায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-উদযাপন;

বিশেষ প্রতিনিধিঃ
আজ ১১ ই ডিসেম্ববর বিকাল তিনটায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস এর প্রশিক্ষণ কেন্দ্রে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) সহযোগিতায় ও সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর বাস্তবায়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভপতিত্ব করেন সামস এর সভাপতি মি: গোপাল চন্দ্র মুন্ডা, প্রধান অতিথির আসন অলংকৃত করেন এনরিকো মন্ডল, প্রোগ্রাম অফিসার কারিতাস শ্যামনগর, বিশেষ অতিথির আসন গ্রহন করেন রনজিত বর্মন (সিনিয়র শিক্ষক, সুন্দরবর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সাংবাদিক শ্যামনগর প্রেস ক্লাব), সাংবাদিক বিল্লাল হোসেন সভাপতি সুন্দরবন প্রেসক্লাব আরো উপস্থিত ছিলেন খগেন্দ্র নাথ মুন্ডা,(চক প্রধান বুড়িগোয়ালিনী গাবুরা মুন্ডা অঞ্চল)সভায় শুভ্চেছা বক্তব্যে দেন নির্বাহী পরিচালক মিঃ কৃষ্ণপদ মুন্ডা সকলকে শুভেচ্ছা জানান এবং দিবসটির গুরত্ব ও প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথির বক্তব্যে এনরিকো মন্ডল বলেন আজও আমাদের অধিকারর কথা ভাবলে মানুষের মর্যাদার কথা স্বাধিনতার কথা বলতে হয় ।উন্নয়শীল দেশ গুলোর কারনে আমাদের শিকার হতে হচ্ছে। কোপ-২৮এ বাংলাদেশের জন্য জলবায়ুর নেয্যতার দাবি করা টা একটি অধিকার আমরা যেন বঞ্চিত না হই।বিশেষ অতিথির বক্তব্যে সুন্দরবর প্রেস ক্লাবের সভাপতি জনাব বেলাল হোসেন বলেন আপনাদের আবাদ করা জমিতে আপনারা ভূমিহীন এই অধিকার অর্জনে আপনাদের সংগটিত হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক রনজিত বর্মন বলেন আমরা যেন অধিকার থেকে যেন বঞ্চিত না হই এটা রাষ্টের যেমন দায়িত্ব, রাষ্ট্রের প্রতি আমাদের ও দায়িত্ব আছে। তবে ভুলে গেলে চলবে না যে আমাদের প্রাপ্যতা আমাদের অর্জন করতে হবে। উক্ত‌ অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে সামসএর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা বলেন আমাদের পূর্ব পুরুষরা এই বন আবাদ করলেও আমরা ভূমি হীন আমাদের এই অধিকার প্রতিষ্ঠত হোক এটাই প্রত্যাশা।উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সামস এর প্রজেক্ট ম্যানেজার সনজয় মাঝী। সভায় বিভিন্ন আদিবাসী পাড়া থেকে বিভিন্ন শ্রেনি পেশার আদিবাসীরা অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার