বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
জেলা প্রতিনিধি পটুয়াখালী;
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৯ নং ওয়াডে ১৬ বছরের একটি মেয়ে
ছেলে হয়েছে! জানাগেছে গত দুইতিন মাস ধরে জোবায়দা আকতার আখিঁ খুবই অসুস্থ হয়ে পরতেন, তার বাবা ঢাকা নিয়ে ডাঃ দেখাইছে এবং এলাকার বিভিন্ন কবিরাজ,ফকির ফাকর দেখানো হয়েছে।
তিনি অফিসের হাট একটি হাফিজি মাদ্রাসায় দুই পাড়া হেফজ মুখস্ত করেছে, তাকে ঢাকা ডাঃ দেখানোর পরে ডাঃ বলছে তার পুরুষ অংঙ্গের মত দেখা জায় এর পর বাড়িতে আসার একদিন পর গত ৩০/১২/২০২৫ ইং তাং রাতে ঘুমানোর পরে সকালে উঠে যোবায়দা বলে আমাকে কাপর চোপর দাও আমি পুরুষ হয়ে গেছি।এদিকে জোবায়দার কাছে জানতে চাইলে তিনি বলেন সকল তথ্য সঠিক। এখন জোবায়দার নাম রেখেছেন তানভির ইসলাম। তানভিরের বাবা বলেল আমি প্রথম সরম লজ্জায় মানুষকে কিছু বলিনি ডাঃ দেখানোর পর আমি ওর দাদির দ্বারা সব কিছু জেনেছি,আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমার মেয়ে থেকে ছেলে হয়েছে।আল্লার প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি।এলাকায় প্রতিদিন দেখতে মানুষের ঢল নামে।