সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম; রাজৈরে ৯০০ গ্রাম গাঁজাসহ নারী আটক; আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত; ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের; কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট; কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ আটক-২; টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান;

কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট;

​নিজস্ব প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর);

​মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আজিজ সিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে এক পরিবারের ওপর হামলা, মারধর এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে। গত ২৭ ডিসেম্বর কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার সিকদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ​ভুক্তভোগীর দায়ের করা অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন একই এলাকার প্রতিবেশী আজিজ সিকদার (৬০), তার দুই পুত্র আরিফ সিকদার (৩৫) ও ইমরান সিকদার (২৫)। এছাড়াও ফয়সাল সিকদার, জয়েল ফকিরসহ আরও বেশ কয়েকজনকে এই হামলায় অভিযুক্ত করা হয়েছে।
​অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিবেশী আজিজ সিকদার গংদের সাথে দেলোয়ার সিকদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ার সিকদারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। প্রতিবাদ করলে দেলোয়ার সিকদার, তার স্ত্রী নারগিস ও কন্যা তামান্নাকে বেধড়ক মারধর করে জখম করা হয়। বাদী দেলোয়ার সিকদার অভিযোগ করেন, “আজিজ ও আরিফ সিকদারের নেতৃত্বে তারা ঘরে ঢুকে আমার মেয়ের গলা থেকে দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।”এদিকে, বিরোধপূর্ণ জমিটি নিয়ে উপজেলা ভূমি অফিস থেকে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ঐ প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বি.এস ৩৭৭ নং দাগের ঐ ২ শতাংশ জমি এবং সেখানে থাকা বসতবাড়িটি বর্তমানে দেলোয়ার সিকদারের দখলেই রয়েছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, প্রতিবেশী হওয়ার সত্ত্বেও আজিজ সিকদারের পরিবার প্রায়ই দেলোয়ার সিকদারের পরিবারকে উচ্ছেদ করার ভয়ভীতি দেখিয়ে আসছিল। হামলার ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​এ বিষয়ে কালকিনি থানা পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার