রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন
উদ্যোগতাদের দক্ষতা বৃদ্ধি ও বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ফলো-আপ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পেটিটিভনেস প্রজেক্টের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা।
রবিবার ১৮জানুয়ারি পটুয়াখালী শহরের এসএসিপির বারাকা প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ফলো-আপ প্রশিক্ষণ ও আলোচনা সভা।
স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পেটিটিভনেস প্রজেক্টের বিপণন অঙ্গের আওতায় বিপণন অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উদ্যোক্তাদের পূর্ববর্তী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি তারা ব্যবসা পরিচালনায় যে সব সমস্যার মুখোমুখি হচ্ছেন,সেগুলো লিখিতভাবে তুলে ধরেন।পরবর্তীতে উদ্যোক্তাদের উত্থাপিত সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ড.মোহাম্মদ রাজু আহমেদ কম্পোনেন্ট ডাইরেক্টর,এসএসিপি “উদ্যোক্তাদের হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়াই এই ফলো-আপ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।”অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসিপির কম্পোনেন্ট ডাইরেক্টর ও উপসচিব ড. মোহাম্মদ রাজু আহমেদ। তিনি উদ্যোক্তাদের সমস্যা শুনে বাস্তবভিত্তিক পরামর্শ দেন এবং টেকসই উদ্যোক্তা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম মাহাবুবুল আলম,উপপরিচালক,কৃষি বিপণন অধিদপ্তর,বরিশাল। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান রানা (বরগুনা), আব্দুল আলিম (ভোলা), মো.রফিকুল ইসলাম (নলছিটি), মো.নাসিম আলম (পটুয়াখালী) এবং জেসমিন আহমেদ,স্বত্বাধিকারী, বারাকা ফুড প্রডাক্ট।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান খোকনসহ বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,এ ধরনের ফলো- আপ প্রশিক্ষণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি,বাজার সংযোগ শক্তিশালীকরণ এবং টেকসই ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।