রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
হাফিজৃর রহমান হাবিব,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
সারাদেশের ন্যায় তেতুলিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার(১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো:d আল আমিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবীর,বীর মুক্তযোদ্ধা আবুল কালাম আজাদ,বীর মুক্তযোদ্ধা বশির আলম,বীর মুক্তযোদ্ধা আইয়ুব আলী, তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাকিল রহমান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তেঁতুলিয়ার হযরত আলী, ওবায়দুলসহ অন্যান্য ছাত্র সমন্বয়ক,উপজেলা সাবেক তাঁতি দলের সভাপতি তাইজুল ইসলাম তাজু,উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক রুমোন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক পায়েল, তেঁতুলিয়া প্রেসক্লাবের সদস্য আহসান হাবীব, জুলহাজ উদ্দিন সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।