বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নির সভাপতিত্বে হাজার হাজার নেতাকর্মী ব্রিজ সংলগ্ন চত্বরে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী সহকারে উপজেলা মোড় ঘুরে নিশানা মার্কেটের সামনে এসে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সংকটময় সময়ে তিনি জনগণের অধিকার রক্ষায় বিএনপি গঠন করেন। আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
সাবিরা নাজমুল মুন্নি তার বক্তব্যে বলেন বলেন, দেশের রাজনীতির আকাশে আবারো সংকটের কালো মেঘ ঘনিয়ে আসছে। গত ১৬ বছরে নানা ষড়যন্ত্র দেখলেও সামনে এগিয়ে যেতে হবে। তাঁর মতে, সংকটের সমাধান হলো ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। উক্ত কর্মসূচিতে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন, সাবেক আহবায়ক মুর্তজা ইলাহী টিপু, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।