শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে জুলাই পুনর্জাগরণ ২৫ উপলক্ষে নানান আয়োজন; জীবন দিবো তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবোনা; IHES পিরোজপুর সদর উপজেলা কমিটি গঠন; মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিত্যাক্ত সরকারী বাসভবন হতে ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি; সর্বস্তরের জনতাকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে- মাহবুবুর রহমান মানিক ; পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক ; নওগাঁর প্রাচীন কালের বলিহার রাজবাড়ি; নওগাঁর আত্রাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত; মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক; পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত; নওগাঁয় ইফাঃশিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও ক্লিাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা; ৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু; টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার; উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে সেন্টমার্টিন দ্বীপ হুমকির মুখে; বেলকুচি দেলুয়া কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম ; জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি : আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি( IHWS)মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা ; টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন; শৃঙ্খলা পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শিক্ষাক্যাডার অধ্যক্ষ বহাল তবিয়তে;

কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধে ২০ বছর আগে ৩ জন খুন,খুনীদের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জমি হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ;

মুন্সী ফরহাদ হোসেন :

কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধে ২০ বছর আগে ৩ জন খুন,খুনীদের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জমি হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিরাকান্দি গ্রামের জাহাঙ্গীর চৌকিদার ও ভুক্তভোগী পরিবার, শুক্রবার (১০ মে ২০২৪) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাহাঙ্গীর চৌকিদার বলেন একই গ্রামের প্রতিপক্ষ মৃত আমির বেপারীর ছেলে আঃ আজিজ গং জাহাঙ্গীর চৌকিদার এর পৈতৃক সম্পত্তি ভুয়া ও জাল দলিলের মাধ্যমে দখল করে। উক্ত ভুয়া ও জাল দলিলের বিরুদ্ধে মাদারীপুর বিজ্ঞ আদালতে মামলা করিলে বিজ্ঞ আদালত সিআইডিকে তদন্ত পূর্বক আদালত বরাবরে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিলে বিগত ২৫/৫/২০২৩ ইং তারিখে মামলায় উল্লেখিত দলিল ভুয়া ও জাল উল্লেখ করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উক্ত ভুয়া ও জাল দলিল মূলে আঃ আজিজ গংরা প্রতারণার মাধ্যমে বিআরএস রেকর্ড করাইয়া নেয়, ফলে বিআরএস রেকর্ড সংশোধনী মামলা আদালতে চলমান রহিয়াছে। এমতাবস্থায় বিজ্ঞ আদালত মামলায় উল্লেখিত আঃ আজিজ গং সহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে গত ৫/২/২০২৪ ইং তারিখে কালকিনি থানা পুলিশ সকল আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত সকল আসামীদের জেল হাজতে পাঠিয়ে দেন। কয়েকদিন পর আসামীরা জেল থেকে জামিনে বের হয়ে আমি সহ আমাদের পরিবারকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এজাহারে উল্লেখিত ১ নং আসামি আঃ আজিজ এই জমি দখলকে কেন্দ্র করে আমাদের পরিবারের ৩ জন সদস্যকে পর পর নির্মমভাবে খুন করে, যাদেরকে খুন করেন তারা হলেন ১। এরশাদ আলী চৌকিদার ২। জাহেদ আলী চৌকিদার ও ৩। মন্নাফ চৌকিদার। এই ৩ জনকে হত্যার দায়ে আঃ আজিজ গং দের ২০ বছরের সাজা হলে বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসে এরপর ঐ মামলার বিষয়ে আমরা কিছু জানতে পারিনি। ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা জেল থেকে জামিনে বের হয়ে বিশেষ করে আঃ আজিজ বেপারি আরো ভয়ংকর রূপ ধারণ করে আমি সহ এলাকার বিভিন্ন লোকের জমি দখল, হানাহানি, মারামারি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে এলাকায় নানাবিধ ত্রাস সৃষ্টি করে জনমনে আতংক তৈরি করেছেন। সাংবাদিক সম্মেলনে জাহাঙ্গীর চৌকিদার আরো বলেন তিনি সহ তার পরিবার পরিজন নিয়ে ভিতিকর অবস্থায় দিন যাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার