বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা এনায়েতপুর থানাধীন আজগড়া পাহরতলা গ্রামে ক্ষুদ্র ঘটনা কে কেন্দ্র করে মারামারি হয়।তারপর
সেই মারামারি শুরু হয় দলীয়করণ। এক পর্যায়ে আওয়ামী লীগের বাড়িতে ভাংচুর ও মহিলাদের মারধর করে কিছু দূর্বৃত্তারা।
এ বিষয়ে এলাকাবাসির কাছে জানতে চাইলে: তারা বলেন আমরা এখানে বিভিন্ন এলাকার লোকজন বসবাস করি। আমরা অনেক কিছুই দেখার পরও না দেখার ভান করে চলতে হয়। তাই এ বিষয়ে আমরা কিছু জানিনা।
এ বিষয়ে মহিউদ্দিন কাছে জানতে চাইলে, তিনি বলেন আমাদের এলাকায় বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় থেকে এসেছে। এবং যারা আজ আমার বাড়িতে হামলা করেছে তারা বিগত ৫ তারিখের আগে আওয়ামী লীগের সাথে জরিত ছিল।
আজ এসেছে বিএনপির নাম ভাংগিয়ে আমার বাড়িতে হামলা লুটপাট করে নিয়ে গিয়েছে। আমার ছোট বোন কে মার ধর করেছে আমার মা কে মারধর করেছে। আমার ছোট বোনের গলায় থাকা চেইন ও প্রায় চার লক্ষ টাকা লুট হয়েছে এবং ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকা ।
এ বিষয়ে মহিউদ্দিন এর বোন বলেন: আমি মারামারির বিষয়ে জানিনা কিন্তু অতর্কিত হামলা করে আমার বাড়িতে এবং আমার উপরে হামলা করে এবং গলায় থাকা চেইন নিয়ে যায়।
এবং অনেক মারধর করে চলে যায়।
এ বিষয়ে মোমেনা বলেন : মহিউদ্দিন রা খুব খারাপ লোক ওই দিন শুধু মেয়েরা ওই বাড়িতে গিয়েছিল ছেলেরা একজন ও যায় নাই।এগুলো মিথ্যা কথা বলছে।
ছোলা বিক্রিতার ছেলে বলেন: আমি দাড়িয়ে ছিলাম ভ্যানগাড়ি মেকার ঘরে কাছে। কিছু লোক অতর্কিত ভাবে আমার উপরে হামলা চালায়। ওখানে উপস্থিত ছিলেন মান্নান ফকির এর নেতৃত্বে আমাকে মারা হয়েছে। আমি এর সুস্থ বিচার চাই।