শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার;
নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সব্দুলপুরে রাতের অন্ধকারে জোর করে ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। গত রবিবার (৫ মে ) রাত্রি চারটার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সব্দুলপুরে এই ঘটনা ঘটে।
মৃত আমানউল্লাহ আমান ছেলে সোহেল আমান ধান কাটতে বাঁধা দিলে তাকেও প্রাণ নাশসহ দেখে নেওয়ার হুমকি দেয় প্রতিপক্ষরা। এই ঘটনায় ওই ভুক্তভোগীর ছেলে সোহেল আমান (৬ মে) সকালে নাচোল থানায় এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়,সম্পত্তি ধানী জমি ভূক্ত সম্পত্তি পৈতৃক সম্পত্তি উক্ত সম্পত্তি আমরা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি জমিতে থাকা ৪ বিঘা জমির ১২০ মন ধান প্রতিপক্ষর বিপ্লব (৪৮), খালেক (৫২),সানাউল্লাহ (৫০),তোফায়েল (৪৬) সাথে আমার উক্ত সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ চলছে এবং পূর্বশত্রুতা জের ধরে গত রবিবার (৫ মে ) রাত্রি চারটার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সব্দুলপুরে রাতের অন্ধকারে জোর পূর্বক ধান কেটে নিয়ে যায় মামুন (৩৫), সিজান (২৬),সাগর (২৮), সানাউল্লাহ, গফুর (৪৮),কালু (৫২),শরীফ (৩৮),করিম (৪২) সালাম (৫৫),ফুলু (৫৫),তুরফান (৫৭), মোহাব্বত (৫০),খালেক (৫৫)এবেল (৪৭),শরিফ (৫২),কালাম (৪৮),জিয়া (৪২),রেবুল(৩৬),হালিম,তোফাজ্জল(২৪), তরিকুল(২৬), নাটু, নাজমুল, সাদিকুল,টিপু,ফিরোজ, রুমি, আপেল (৫৬)তারা দলবদ্ধ হয়ে জমিতে থাকা ৪ বিঘা জমির ১২০ মন ধান রাতের অন্ধকারে কেটে নিয়ে যায়।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান,এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেল মামলাটির রেকর্ড করা হয়নি ।