শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান; ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের; দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন; পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ;

চৌধুরী মোড়ে অনৈতিক কাজে বাধা দেয়ায় হুমকি;

মোঃ নুরে আলম সিদ্দিকী
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে পুকুরের উপর অবাধভাবে বসবাস করা দম্পতী স্বামী অপু(৪০) ও স্ত্রী ফেনসি(৩৫) গড়ে তুলেছেন মাদক ও দেহ ব্যবসার কারখানা। স্থানীয় তরুণ হতে বয়স্করা পর্যন্ত সহজেই অল্প পয়সায় তাদের চরিত্রকে বিলিন করে দিচ্ছে। অপু ভাটিয়া খদ্দের খোজে দরদাম করে তার স্ত্রীকে দিয়ে ব্যবসা করান।স্থানীয়রা বিভিন্ন সময়ে তাদের সতর্ক করলেও থেমে থাকেনি এই রমরমা ব্যবসা।
আজ শুক্রবার দুপুর আনুমানিক দুপুর ২.০০ ঘটিকায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কালীগঞ্জ উপজেলা সভাপতি জনাব মনতাজুল ইসলাম অপু(৪০)-এর ঘরে মাদক সেবনের আসর বসা বুঝতে পারায় তাৎক্ষণিক তিনি স্থানীয় লোকজনকে ডাকেন। তারা খবর পেয়ে খদ্দেরদেরকে পালিয়ে দেয়। অত:পর জবাবদিহি করলে অপু(৪০)-এর স্ত্রী উপজেলা সভাপতিকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। উপস্থিত লোকজন তাকে থামিয়ে দেয়ার চেষ্টা করলে অপু(৪০)-এর স্ত্রী ফেনসি(৩৫) বলেন, তার ঘরে সে যা খুশি তাই করবে এখানে কারো বাধা দেয়ার কোন অধিকার নাই। সে প্রকাশ্য দেহ ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়। আজকের দুপুরের খদ্দের মোঃ মমিনুর রহমান(৪৫) তার ঘরে প্রবেশ করার কারণ জিজ্ঞেস করলে সে উপজেলা সভাপতিকে দেহব্যবসায়ী ফেনসির পক্ষ নিয়ে মারমুখী হন এবং বিভিন্ন হুমকি দেন। এরপর স্থানীয় সচেতন যুবক আবু মুসা মহিলাকে অনৈতিক কাজ বন্ধ করতে বললে মহিলা ১লক্ষ টাকা(চাদা) দাবী করে বসে। বলেন যে, এসব বন্ধ করবে তিনি কিন্তু এর বিনিময়ে তাকে ১লক্ষ টাকা দিতে হবে। স্থানীয়রা জানান, তার ঘরে দিনে রাতে যে কোন সময় এসব কাজ চলে। বাধা দিলে বলে পুলিশ প্রশাসন তার হাতের মুটোই তারা কিছুই করতে পারবে না। তাদের এমন অরাজকতার কারণে স্থানীয়রা খুবই হতাশ আইনের সহযোগীতা চাইলেও সঠিক সময়ে তারা প্রসাশনের সাড়া পাচ্ছে না। এই দম্পতীকে স্থানীয় মাদক সেবক ও দেহ ব্যবসার খদ্দেররা তাদেরকে সেল্ডার দিয়ে যাচ্ছে বলে উপস্থিত ব্যক্তিরা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার