বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার;
বরিশালের বাকেরগঞ্জে সিআর মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এসএম সাইদুজ্জামানকে (সাইদী) গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা থেকে বাঁচতে ১২ বছর ধরে পলাতক ছিলেন তিনি। বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকার মিরপুর-১০ থেকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামি এস এম সাইদুজ্জামান সাইদী উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামের আব্দুল মজিদ সিকদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, সাইদুজ্জামান সাইদী একটি সিআর মামলার দীর্ঘদিন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।