জেলা প্রতিনিধি পটুয়াখালী;
মরিচবুনিয়া ইউনিয়নের বরুন বাড়িয়া সরকারী প্রাঃ বিদ্যালয়ের ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে
এলাকাবাসীর মানববন্ধন করেছেন। এতে বক্তব্য রাখেন আবুল খায়ের মোল্লা,মোঃ লিটন, বিএনপির ইউনিয়ন সেক্রেটারি বজলুর রহমান কান্ডি মৃধা,সহ অন্যন্য,বক্তরা বলেন বরুন বাড়িয়া ৮৬ নং ভোট কেন্দ্রটি বিট্রিস আমল থেকে চলমান এখানে ১৭০০ ভোটার রয়েছে আর যেখানে কুচক্রী মহল নিতে চান সেখানে ভোট আছে ৩/৪ শত, আমরা চাই এখানের যাতায়াত পথ ভালো প্রশাসনের লোকজনের আসা-যাওয়া করতে কোন সমস্যা নেই স্কুল ঘর পর্যন্ত পাকা তাই আমরা এলাকাবাসি জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দৃস্টি আকর্ষন করতে চাই যাতে ভোট কেন্দ্র স্থান্তর না করা হয়।