বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
ডেক্স রিপোর্টার;
আটঘরিয়া পৌরসভার ৭,৮,৯ সংরক্ষিত নারী কাউন্সিলর শারমীন আক্তার সীমা (৩০) তাঁর নামে ২০১৪ সালে রংপুর জেলার কাউনিয়া থানা একটি মাদক মামলা হয় উক্ত মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শারমীন আক্তার সীমা ( ৩০) আটঘরিয়া পৌরসভার দেবোত্তর এলাকার জিল্লুর রহমানের কন্যা এবং পাবনা আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাদিউল ইসলাম বলেন, গ্রেপ্তার নারী কাউন্সিলর শারমিন আক্তার সীমা একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। এলাকার সাধারণ জনগণ নাম প্রকাশ না করার স্বার্থে বলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর খুব গোপনে দীর্ঘদিন এই ব্যবসা চালিয়ে আসছেন।
এছাড়া তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে বলে জানান।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।