বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক; পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত; নওগাঁয় ইফাঃশিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও ক্লিাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা; ৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু; টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার; উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে সেন্টমার্টিন দ্বীপ হুমকির মুখে; বেলকুচি দেলুয়া কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম ; জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি : আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি( IHWS)মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা ; টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন; শৃঙ্খলা পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শিক্ষাক্যাডার অধ্যক্ষ বহাল তবিয়তে; পিরোজপুর নেছারাবাদে শামীম সাঈদীর জনসংযোগ; মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই ; টেকনাফে জুলাই পুনজাগরণে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত; টেকনাফে বসুন্ধরা গ্রুপের অঙ্গ সংগঠন শুভ সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ; কাউখালীতে জুলাই পূনর্জাগরণের শপথ পাঠ ও আলোচনা অনুষ্ঠিান; মঠবাড়ীয়ায় জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত; যৌথ বাহিনী পরিচালিত অভিযানে একটি অ’বৈধ অ’স্ত্র’ সহ মাহবুব আলম (৫০) নামে একজন আটক;

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ৫ বাড়িতে ডাকাতি ;

মোঃ নুরুজ্জামান খোকন (প্রতিনিধি)

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন বোথলা এবং পূর্ব পশারিবুনিয়া গ্রামের জনৈক আঃ সামাদ তালুকদার,মোঃ কামরুল, মোসাঃ শাহিদা বেগম,মোঃ প্রিন্স খান,মোসাঃ রেখা বেগম এর বিল্ডিং এবং কাঠের পাঁচটি বসত ঘরে উক্ত ডাকাতির ঘটনা ঘটে। 
অদ্য৫ফেব্রুয়ারি(বুধবার)আনুমানিক রাত ১ঃ৩০–৪ঃ০০ ঘটিকার মধ্যে,ভান্ডারিয়ার বোথলা এবং পূর্ব পশারিবুনিয়া গ্রামের আঃ সামাদ তালুকদার(৭২),পিতা-মৃত আঃ আজিজ তালুকদারের বাড়িতে ডাকাতি প্রথমত কালে নিম্ন বর্ণিত মালামাল নিয়ে যায়, ১টি চেইন যাহার মূল্য-৬০,০০০/ টাকা,কানের দুল ১জোরা, মূল্য ৩৫,০০০/টাকা,আংটি ২টি মূল্য ৩০,০০০/টাকা,সহ নগদ ৫,০০০/টাকা। 
অতঃপর দ্বিতীয় আনুমানিক রাত  ২ঃ০০–৩ঃ০০ ঘটিকায় মোঃ কামরুল হাসান (৫০),পিতা- মৃতঃ মাহাতাব উদ্দিন আহম্মেদ, সাং- বোথলা এর বাসায় ডাকাতির ঘটনা ঘটলে এ সময়,কানের দুল ৩জোড়া মূল্য ৭০,০০০/টাকা। চেইন ০৩টি, মূল্য ১,৮০,০০০/টাকা,নেকলেস ১টি,মূল্য ১,২০,০০০/- টাকা। আংটি ০৪টি,মূল্য ৭০,০০০/টাকা। হাতের বালা ১জোড়া,মূল্য ১,২০,০০০/টাকা,মোবাইল ১টি, মূল্য ১,৬০০/টাকা এবং ঘরে থাকা নগদ ২৩,০০০/-টাকা নিয়ে যায়। 
তৃতীয় আনুমানিক রাত ৩ঃ০০- ৩ঃ২০ ঘটিকায় মোসাঃ শাহিদা বেগম(৬৩),স্বামী-মৃত.খান মোঃ আহসান কবির,সাং-বোথলা,এর বাসায় ডাকাতিকালে,টর্চলাইট ১টি মূল্য ১,১০০/টাকা।
চতুর্থ আনুমানিক রাত ৩ঃ২৫-৩ঃ৪০ ঘটিকায় মোঃ প্রিন্স খান (৪৮),পিতা-মৃত.বজলুর খান,সাং-বোথলা এর বাসায় ডাকাতিকালে কানের দুল ১জোড়া, মূল্য ৬০,০০০/টাকা, এবং নগদ ১২,০০০/- টাকা।
পঞ্চম আনুমানিক রাত ৩ঃ৪০- ৪ঃ০০ ঘটিকায় মোসাঃ রেখা বেগম(৩০),স্বামীঃস্বপন আকন, সাং-বোথলা এর বাসায় ডাকাতির ঘটনা ঘটে এবং নগদ ৩,০০০/টাকা নিয়ে যায়। 
উক্ত ৫টি বাড়িতে ডাকাতি কালে কত প্রকার দুর্ঘটনা বা কোন আহতের খবর পাওয়া যায়নি।জানা যায় অজ্ঞাতনামা ১০/১২ জন মূখোষ ধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে উল্লেখিত ব্যক্তিদের বসত বিল্ডিং এবং কাঠের ঘরে ডাকাতির ঘটনা ঘটায়। এ সময় প্রত্যক্ষদর্শী ও ভিকটিমদের ভাষ্যমতে ডাকাতদল আঞ্চলিক ভাষায় কথা বলেছে এবং তাহাদের পরনে হাফ প্যান্ট ও জ্যাকেট এবং মুখমন্ডলে মুখস পড়া ছিলো। উক্ত ডাকাত দল ডাকাতি শেষে রাত্র অনুমানিক ৪ঃ৪৫ ঘটিকার সময় পার্শ্ববতী বেড়িবাধের দিকে দলবদ্ধভাবে চলেযায়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার