বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি;
পিরোজপুর কাউখালী উপজেলার ৩ নং সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের, মায়া বেগম (৩০) স্বামী:-সাজ্জাদ হোসেন, এ বিষয়ে ০২ জনকে আসামি করে কাউখালী থানায় একটি লিখিত ভাবে অভিযোগ করেন।
২১-১২-২০২৩ তারিখ বৃহস্পতিবার, কাউখালী থানায় একটি এজাহারে ভিকটিম মায়া বেগম বাদী হয়ে লিখিত অভিযোগে বর্ণনা করেন, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় নিজ বাড়ির বাগান পরিষ্কার করার সময় একা পেয়ে অভিযুক্ত ১ ও ২ নং আসামি মোঃ মোনাচ্ছেফ খান(৪২) ও মোঃ মাহমুদ হাওলাদার(৩৫)আতর্কিত ভাবে আসিয়া কুপ্রস্তাব সহ জড়িয়ে ধরেন এবং ১নং আসামি মুখ চেপে ধরে অতঃপর ২নং আসামী জড়িয়ে ধরে আমাকে মাটিতে শোয়াইয়া ফেলে,নিরুপায় হয়ে ডাক চিৎকার দেওয়া মাত্র ১নং আসামি মোঃ মোনাচ্ছেফ খান শারীরিকভাবে নির্যাতন সহ বিভিন্ন জায়গায় যখম করেন, একপর্যায়ে ২নং আসামী আমার গালে এবং কপালে কামড় মারেন যাহাতে আমার শরীরে দাগ সহ যখম হয়, অতঃপর আমার পরনের সেলোয়ার কামিজ ছিড়ে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করলে আমার ডাক চিৎকারে বাড়ির আশপাশে থাকা স্বাক্ষী গন আগাইয়া আসিলে আসামিগণ আমাকে প্রাণনাশের হুমকি সহ পরবর্তীতে বড় ধরনের ক্ষতি করবেন বলিয়া ঘটনাস্থল ত্যাগ করেন। বাদীরা ইতিপূর্বে বিভিন্ন সময় আমাকে খুব প্রস্তাব সহ খারাপ আচরণ করেন, কেননা পারিবারিকভাবে উভয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা বিদ্যমান রহিয়াছে বিধায় আমার স্বামী সহ সাক্ষীগণের মাধ্যমে আসামিদের সতর্ক করা হয়। এ বিষয়ে উপস্হিত ৭ জন সাক্ষীর নাম সহ কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ করেকরেন। বর্তমানে ভিকটিম শারীরিক অসুস্থতার কারণে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।