বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
এম,তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি;
গত ০৭ নভেম্বর সোনাকাটা ইউনিয়ানে সকিনা গ্রামে আনুমানিক সকাল ০৬ টার দিকে পাঞ্জু হাওলাদারের ছেলে কবির হোসেন তার দুরবর্তি ভাতিজি মিমের বাড়ি জান তার মা- বাবা শুঁটকি শুকাতে চরে গেলে এ সুযোগে তার ঘরে ডুকে মিমের শরীরে হাত বসায় এবং কাপর চোপর টেনে হিচরে চিরে ফেলে মিম কোন উপায় অন্তর না পেয়ে পাশে থাকা দা,দিয়ে তার পুরুষ অঙ্গ কেটে ফেলে কবির হোসেন মরানিদ্রা গ্রামে বিয়ে করেন তার দুটি সন্তান রয়েছে।স্থানীয়রা তাকে তালতলি সাস্থ কম্পেলেক্সে পাঠানো হয় প্রাথমিক চিকিৎসার শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।মেয়ের কাছে জানতে চাইলে সে বলে আমাকে সবসময় উত্যক্ত করে রাতে আসে বাড়ির পাশে বসে তাকে আমি কি করি কোথায় ঘুমাই,কোতায় খাই তা দেখতো,সে দিন দুপুরে আমি মাছ কাটি তখন আসে আমার গায়ে হাত দেয় এবং দুই পায়ের নিচে হাত দিছে,আমি সবার কাছে বলছি কেউ কিছু বলেনি এর পর আমি নিজেই সিদ্বান্ত নিয়েছি।সে যদি মামলা করে আমিও নারি নির্যাতন মামলা করবো।এলাকাবাসী এর বিচার চায়,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন আমাদের কাছে কোন অভিযোগ আসেনি আসলে ব্যবস্থা নেয়া হবে।সোনাকাটা ইউনিয়ন সোনাকাটায় পূর্ণতা পেলো।।