বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নওগাঁর আত্রাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত; মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক; পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত; নওগাঁয় ইফাঃশিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও ক্লিাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা; ৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু; টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার; উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে সেন্টমার্টিন দ্বীপ হুমকির মুখে; বেলকুচি দেলুয়া কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম ; জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি : আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি( IHWS)মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা ; টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন; শৃঙ্খলা পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শিক্ষাক্যাডার অধ্যক্ষ বহাল তবিয়তে; পিরোজপুর নেছারাবাদে শামীম সাঈদীর জনসংযোগ; মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই ; টেকনাফে জুলাই পুনজাগরণে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত; টেকনাফে বসুন্ধরা গ্রুপের অঙ্গ সংগঠন শুভ সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ; কাউখালীতে জুলাই পূনর্জাগরণের শপথ পাঠ ও আলোচনা অনুষ্ঠিান; মঠবাড়ীয়ায় জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত;

বিরামপুরে অসহায় পরিবারের উপর হামলা ও জমি দখলের অভিযোগ;

স্টাফ রিপোর্টার;

দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৩ নং খানপুর ইউনিয়নের অন্তর্গত
কালিশহর এলাকায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। ঘটনায় জানা যায়,
উক্ত মহল্লায় আইন অমান্য করে জবর দখল পূর্বক জমির উপরে চাষাবাদ করার সময় বাদিনি ঝরনার উপর অতর্কিত ভাবে হামলা চালায় বিবাদী সুনীলের পুত্র শঙ্কু মৃত নেদার ছেলে হিতেন্দ্রনাথ নেদা ও সুনীল উৎপল অমূল্য সহ ভাড়াটিয়া দল।
ঘটনার সময় ছিল আজ সকাল বেলায় ঝর্না রানী জানতে পারে তার জমিতে বিবাদীগণ চাষাবাদ করিতেছে এমন খবরে তিনি জমি দেখে তাদের বাধা দেয়। এমন অবস্থায় বিবাদীগণ ঝরনা বেগমের উপর হামলা চালায়।
বিবাদীগণ বে-আইনি জনতায় দলবদ্ধ হইয়া দেশীয় অস্ত্রশস্ত্র লইয়া বর্ণিত সম্পত্তিতে অনধিকার ভাবে প্রবেশ করেন। এ সময় বিবাদীগণ বাঁধিনির উপর হামলা চালায়।
অকথ্য ভাষায় গালি গালাজ সহ হুমকি প্রদান করে থাকেন। এ সময় বিবাদীগন ঝরনা রানীকে এলোপাথাড়ি ভাবে মারধর করতে থাকেন ও কাদার মধ্যে টানা হেছড়া করে কাঁদার মধ্যে তার মাথা ঢুকিয়ে দেয়।
এসময় ঝর্ণা রানী বিপদের মধ্যে পড়ে যায়। নিজেকে রক্ষার্থে ঝরনা রানী সুকৌশলে তার মাথা কাদা থেকে বের করে চিল্লা চিল্লি করে ছুটে আসেন জনতা ও তার দুই ছেলে। এ সময় বিবাদীগণ ঝর্না রানীর শরীরের কাপড়-চোপড় টানা হেঁচড়া সহ শীলতাহানির চেষ্টা চালায়।
এমন সময় তার গলা টিপে ধরে শ্বাসরুদ্ধের চেষ্টা চালায়।
এমন অবস্থায় ঝর্ণা রানী ছটফট করিতে থাকে। এমন অবস্থায় ঘটনাস্থলে বাধিনীর ছেলেরা সহ স্থানীয় জনতার উপস্থিতিত হয়ে তার মাকে উদ্ধার করেন।
এ বিষয়ে ঝরনা রানী জানান বিবাদীগণ হইতেছে একদল দুর্ধর্ষ প্রকৃতির মানুষ তারা পারে না এমন কোন কাজ নেই। এই জমি জমাকে কেন্দ্র করে বিবাদী দলের ভয়ে আতঙ্কে বসবাস করছে বলে জানান ঝরনা রানী।
আইন অমান্য কারী । এ বিষয়ে তিনি বিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত চলমান রয়েছে বলে বিরামপুর থানা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে এলাকাবাসী আরো জানান এই জমা জমি নিয়ে বহুদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে।
জমির কাগজ পত্রের দিক দিয়ে ঝর্না রানীর কাগজ পত্র সঠিক রয়েছে।
এর পরেও বিবাদীগণ জবরদখলপূর্বক উক্ত সম্পত্তি নিজের করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
বাদিনী ঝরনা বেগম খুবই ভালো মানুষ সংখ্যালঘু একটি অসহায় পরিবার কারো সহিত তারা কখনো কোন প্রকার গন্ডগোল ফাসাদ করতে দেখি নাই বলে জানান এলাকাবাসী।
উক্ত বিষয়ে স্থানীয় থানায় অনেকবার অভিযোগ প্রাথমিকভাবে মীমাংসার জন্য বৈঠক হয়েছে। তাতে করে কোন প্রকার ফায়দা হয়নি।
সরোজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এলাকাবাসি।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার