শেখ সাজেদুর হক(বোরাক)
রাজৈর প্রতিনিধি:-
রাজৈর উপজেলা চত্বরে, বর্ণাঢ্য বর্ণাঢ্যর্্যালি , মহড়া ও আলোচনা সভা অনষ্ঠিত হয়। ১৫/১০/২০২৫ইং সকাল ১০ ঘটিার সময় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন,প্রধান অতিথি, মোঃ মাহফুজুল রহমান, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন হাত সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাত ধুয়ে না খেলে পেটে সমস্যা বা ডায়রিয়া হতে পারে, এজন্য হাত ধুয়ে সব সময় পরিস্কার রাখতে হব। সভাপতি, মোঃ মিলন ফকির, উপ সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য, প্রকৌশল অধিদপ্তর। রাজৈর মাদারীপুর। উপস্থিত ছিলেন,
মোঃফজলুল হক রাজৈর উপজেলা মাধ্যমিক অফিসা।
মোঃ মোরশেদ আলম, রাজৈে উপজেলা যুব উন্নয়ন অফিসার। বাবু সাগর সাহা রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার। ও মিরান হোসেন রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার। আরো উপস্থিত ছিলেন রাজৈর গার্লস হাই স্কুলের ছাত্রীরা ও রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা।