শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
IHES পিরোজপুর সদর উপজেলা কমিটি গঠন; মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিত্যাক্ত সরকারী বাসভবন হতে ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি; সর্বস্তরের জনতাকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে- মাহবুবুর রহমান মানিক ; পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক ; নওগাঁর প্রাচীন কালের বলিহার রাজবাড়ি; নওগাঁর আত্রাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত; মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক; পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত; নওগাঁয় ইফাঃশিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও ক্লিাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা; ৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু; টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার; উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে সেন্টমার্টিন দ্বীপ হুমকির মুখে; বেলকুচি দেলুয়া কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম ; জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি : আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি( IHWS)মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা ; টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন; শৃঙ্খলা পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শিক্ষাক্যাডার অধ্যক্ষ বহাল তবিয়তে; পিরোজপুর নেছারাবাদে শামীম সাঈদীর জনসংযোগ; মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই ;

বেলকুচিতে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক সোহরাওয়ার্দী কে প্রকাশ্যে হুমকি দিলেন” আলিম”

মোঃ হাসমত আলী, সিরাজগঞ্জ জেলা, প্রতিনিধি:

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ধুলদিয়ার গ্রামের বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল আলিম ভাইস চেয়ারম্যান পদে পরাজিত হন, পরাজিত হয়ে তার সহোদর ভাই বুদ্দু সহ তার পরিবারের লোকজন কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাসের হুমকি দেয়।
এ বিষয়ে এলাকার প্রধান আলহাজ্ব আঃ বারিক সাহেব আলিমের সাথে কথা বলে। তিনি আলিমকে বলেন বুদ্দুর সমস্যা সমাধান করতে কিন্তু আলীম বলেন, আমি একটা শর্তে সমাধান করবো, আমার নির্বাচনের ব্যয় হয়েছে বিশ লক্ষ টাকা সেই টাকা যদি বুদ্দু আমাকে দেয় তাহলে সমাধান হবে, কারণ সে আমার ভাই হয়ে অন্য জনের নির্বাচন করেছিল,এর জন্যেই আমি পরাজিত হয়েছি। তাছাড়া আমি নির্বাচনে জয় যুক্ত হতাম। আর বুদ্দু যদি আমাকে টাকা না দেয় তাহলে মীমাংসা হবে না।

এ ঘটনায় ০৬-০৬-২৪ দুপুরে বুদ্দু (৪০) আলিম সহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে সাংবাদিক সোহরাওয়ার্দী হোসেন সত্য ঘটনা উদঘাটন করে, জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিনে সংবাদ প্রকাশ করেন।

এই সংবাদের জের ধরে প্রকাশ্যে সাংবাদিক সোহরাওয়ার্দীকে হুমকি দিয়েছে আব্দুল আলিম।

এ ঘটনায় ০৯-০৬-২৪ আনুমানিক রাত্রি ১০:০০ ঘটিকায় সোহরাওয়ার্দী (২৫) দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। অভিযোগ কারীরা হলেন: মো:পাশু সরকার(৬৫)।এর ছেলে ১।আব্দুল আলীম (৫০) ২। মো: সারোয়ার (৫৫)

এ ঘটনার সাংবাদিক সোহরাওয়ার্দীকে প্রশ্ন করলে তিনি বলেন প্রধান আসামি আব্দুল আলিম সহ ৫/৭ জন লোক গিয়ে আমাকে গালিগালাজ সহ প্রাননাশের হুমকি সহ ভয়ভীতি দেখিয়ে ঘটনার স্থল ত্যাগ করে।

বেলকুচি থানায় সাংবাদিকের করা সাধারণ ডায়েরি দায়িত্বপ্রাপ্ত এস আই রাশেদ জানান, বিবাদী মোঃ আলিমকে বাসায় গিয়ে পাওয়া যায়নি, তিনি আরো জানান থানায় এসে তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে বলা হয়েছিল তবুও তিনি এখন পর্যন্ত থানায় আসেননি, তবে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

মোঃ হাসমত আলী
১৪/০৬/২০২৪
০১৭১৪৬০৬২৬৯

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার