মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
গত ১৪ মার্চ(শুক্রবার)২০২৫ তারিখ, রাত আনুমানিক ৯ ঘটিকায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের জনৈক মামুন আকন তারাবির নামাজের জন্য মসজিদে গেলে এবং তার স্ত্রী প্রতিবেশীদের বাসায় গেলে এই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা মামুন আকন এর বসতঘরের সামনের দরজার তালার লক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে মূল্যবান সম্পদ (স্বর্ন) এবং নগদ অর্থ ৯১,০০০ হাজার টাকা নিয়ে গেলে ক্ষতির পরিমাণ মোট ৫,৬৩,০০০ টাকা। উক্ত চুরির ঘটনায় প্রত্যক্ষদর্শী কেহ না থাকলেও স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে নিম্নে উল্লেখিত দুই ব্যক্তিদ্বয়কে চোর সন্দেহে আটক করে ভান্ডারিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে ১/ মোঃ সাকিল হাওলাদার (২৫) পিতা- মোঃ জাহিদ হাওলাদার, সাং-নলবুনিয়া,থানা- কাঠালিয়া, জেলা – ঝালকাঠি। ২/মোঃ রনি মোল্লা(২১) পিতা-খলিল মোল্লা, সাং-চর তারাবুনিয়া, থানা-কাঠালিয়া,জেলা-ঝালকাঠি। এ বিষয়ে ভান্ডারিয়া পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, চুরির বিষয়ে আমরা খবর পেয়ে সাথে সাথে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে সান্দেহ ভাজন দুজনকে আটক করা হয়েছে ।