সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা নির্বাচন অফিসে গতদিন ১২ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত্রে কোন এক সময় দূর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করেন।
নির্বাচন কমিশন হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচী ঘোষণা হলে কোন একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার জন্য নির্বাচন অফিসে আগুন দিয়ে পোড়ায়ে দেয়ার কৌশল অবলম্বন করতে পারে মর্মে প্রাথমিক ভাবে ধারনা করা যায়।
খোজঁ নিয়ে জানা যায়, ১২ ডিসেম্বর শুক্রবার গভীর রাত্রে দূর্বৃত্তরা অফিসের পিছন হতে দ্বিতলায় উঠে থাই গ্লাসের লক ভেংগে জানলা দিয়ে লাঠীর মাথায় কাপর বেধেঁ আগুন জ্বালিয়ে ভিতরে দিয়ে পালিয়ে যায়। কিন্ত জানালার রডের সাথে লাঠী আটকিয়ে থেকে আগুন নিভে যায় বিধায় বড় ধরনের ক্ষতি হতে রক্ষা পায়। উপজেলা নির্বাচন অফিসার বাদল সরকার জানান যে, ১৩ডিসেম্বর, ২০২৫ তারিখ শনিবার সকাল ৯.৩০ মিনিটে অফিসে জরুরী কিছু কাজে অফিসে আসলে তার অফিস রুমে প্রবেশ করে দেখতে পায়; তার চেয়ারের পিছেনের জানালা খোলা একটি লাঠীর মাথায় কাপড় বাঁধা ঝুলতেছে। থাই গ্লাসের লক ভেংগে কাপড়ে আগুন দিয়ে ভিতরে দেয়া হয়েছিল কিন্ত আগুন নীভে গিয়ে অফিসটি রক্ষা পেয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাইছুল ইসলাম,মঠবাড়ীয়া থানার অফিসার ইন চার্জ, অফিসার ইন চার্জ (তদন্ত) পরিদর্শন করেন।