সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
মোঃ আঃ কুদ্দুস খান,বিশেষ প্রতিনিধি মঠবাড়ীয়া পিরোজপুর;
সন্ত্রাস কোনো দলের নয়।তারা সুযোগ বুজে দলে অনুপ্রবেশ করে কুলুশিত করে দলকে জন বিচ্ছিন্ন করে তুলে।তখন দল হয় দেউলিয়া।তেমনি বিগত ১৬ বছরে একটি দল সকল প্রকার সন্ত্রাসী,চাদাবাজী,টেন্ডারবাজী,লুটপাট,ব্যাংক লুট দিনের ভোট রাতে কাটা,জঙ্গী বানিয়ে আবরার মত মেধাবী ছাত্রদের হত্যা,বাক স্বাধীনতা হরন,সংবাদ মাধ্যমকে কুক্ষিগত,বিচারের নামে নিরাপরাধ মানুষের ফাসি।
আর এই অপকর্মের কারনে গত ৫ ই আগষ্ট/২০২৪ দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্তের বিনিময় একদফা সরকার পতন আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্টদের ক্ষমতাচ্যুত তথা দেশান্তরী করেন।এবং একটি অন্তরবর্তী সরকার গঠন হয়। এমনি এক মুহুর্তে দেশের কয়েকটি প্রধান রাজনৈতিক দল দেশের হাল ধরেন। আর এই সুযোগে ফ্যাসিষ্টদের দোসররা হয়ত বিশাল অংকের টাকা,নয়ত বিলাশ বহুল গাড়ীর বিনিময় এই রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কেউ পালিয়ে যায়।আর যারা পালাতে ব্যার্থ তারা কালো টাকার বিনিময় নেতাদের কোটি টাকার বিনিময় ত্যাগীদের বাদ দিয়ে পদ পদবী দখলে নিয়া নেয়।এমনকি ফ্যাসিষ্ট দোসররা নেতাদের ছত্র ছায়ায় প্রকাশ্যে চলাফেরা ব্যবসা বানিজ্য চালিয়ে যায়।আর এর ফাকে ফাকে দেশকে অস্হিতিশীল করার জন্য সরকারী অফিস আদালত আগুন দিয়ে বিনষ্ট করার কাজে নিয়োজীত।এমনকি তাদেরকে পুলিশ ধরতে গেলে এই দলীয় নেতারা পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।এমনকি সকল ব্যবসা যেমন ন্যায্য মুল্যের চালের ডিলার,বিআরটিএর সারের ডিলার সকল ব্যবসা ফ্যাসিষ্টরা পরিচালনা করে।আর এই ব্যবসার টাকা দ্বারা দেশকে অস্হিতিশীল করতেছে।এমনকি প্রতিটি ইউনিয়নে ফ্যাসিষ্ট এর দোসররা দলের মনোনীত প্রার্থীকে কোটি কোটি টাকা নির্বাচন খরচ দেওয়ার চুক্তিতে অবাধে চলাফেরা করতেছে।এবং এই ফ্যাসিষ্টরা নেতাদের অন্তরঙ্গ প্রিয় মুখ হিসেবে পরিচিত। গত ১২/১২/২৫ ইং তারিখ রাত্র আনুমানিক ২ টার সময় পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা নির্বাচন অফিসের পিছন দিয়ে এই সন্ত্রাসী একটি বাঁশের মাথায় কাপড় বেধে পেট্রোল লাগিয়ে থাই গ্লাশের হুক ভেঙ্গে রুমের ভিতর আগুন দেওয়ার চেষ্টা করে।কিন্তু মানুষের টের পেয়ে ঐ সন্ত্রাসী পালিয়ে যায়।ভাগ্যক্রমে অফিসের ভিতরে বাঁশটি ডুকাতে ব্যার্থ হয়। উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান রাত্র ১১ টা পর্যন্ত তিনি অফিস করছিল।তার পর বাসায় যাওয়ার পর এই গটনার সূত্রপাত।পরের দিন অফিসে আসলে পেট্রোলের ঘ্রান ও তার পিছনের থাইগ্লাশের হুক ভাঙ্গা দেখে জানালা খুলে আলামত দেখতে পায়।তাৎক্ষনিক অফিসার ইনচার্জ মঠবাড়ীয়া থানাকে জানান।এবং তারা এসে আলামত উদ্ধার করে।এবং তাৎক্ষনিক মঠবাড়ীয়া থানায় একটি সাধারন ডায়েরী করেন।