বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর উপজেলা প্রতিনিধি:-
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে রাজৈরে( সাবেক সংসদ সদস্য), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদি দল। কেন্দ্রীয় কমিটি,সিরিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক,জাতীয়তাবাদি মহিলা দল,কেন্দ্রীয় কমিটি। হেলেন জেরিন খানের প্রচারণা,০৯/১০/২০২৫ ইং,
রোজ বৃহস্পতিবার। রাজৈর বাস স্ট্যান্ড হতে থানা মোড় পর্যন্ত সবার কাছে ঘুরে ঘুরে দোয়া চান এবং সবার সাথে কুশল বিনিময় করেন। দোকান সহ যত জনগনের সাথে দেখা হয়,সবার কাছে দোয়া এবং আসা বাদি যেন মাদারীপুর ২ আসনের এম পি নির্বাচিত হন। রাজৈর মাদারীপুরের মানুষের সুখে দুখে সর্বদাই থাকা প্রতিশ্রুতি দেন।রাজৈ্র বাসি জনাবা হেলেন জেরিন খানের কথায় মুগ্ধ। এবং রাজৈর বাসি ও চান যেন হেলেন আপাই গরীব দুঃখির জনসেবায় সব সময় নিয়োজিত থাকেন। এই প্রত্যাশা করেন, রাজৈর,মাদারীপুরের ২ আসনের এর জনগন।