বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার;
শাশুড়িকে কুপিয়ে জখম করেছে মেয়ের জামাই, নৃশংস এ ঘটনাটি ঘটেছে মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামে। আজ সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু অবস্থায় রিজভী বেগম নামের এক আহত নারীকে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাশুড়ি রিজভী বেগম সন্ধ্যায় নামাজরত অবস্থায় ছিলেন, সে অবস্থায় তাকে বাংলা দা দিয়ে আঘাত করা হয়েছে৷ তার হাতের কবজিতে, মাথায় ও ঘাড়ে জখম দেখা গেছে। তাকে তাৎক্ষণিকভাবে বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে বলে ধারণা করা হচ্ছে,,,