সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান; ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের; দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন; পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন;

সলপ রেলওয়ে স্টেশন বাজার: ঘোলের জন্য বিখ্যাত, রাজশাহী এক্সপ্রেস ট্রেনে পৌঁছায় দেশজুড়ে;

উল্লাপাড়া প্রতিনিধি, মোঃ ফয়সাল হাসান

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন বাজার, দীর্ঘদিন ধরে ঘোলের জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার ঘোল এতটাই জনপ্রিয় যে এটি শুধু সলপ বা উল্লাপাড়া অঞ্চলে নয়, এখন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। বিশেষত রাজশাহী এক্সপ্রেস ট্রেনে করে ঘোলের চাহিদা বেড়েছে এবং এখন এটি বিভিন্ন স্থান থেকে পাওয়া যাচ্ছে।
সলপ রেলওয়ে স্টেশন বাজারে রয়েছে অনেক ঘোল ব্যবসায়ী, যারা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা পরিচালনা করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যবসায়ীরা হলেন- আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুল রাজ্জাক এবং আরও অনেকেই। তারা ঘোল উৎপাদন ও বিতরণের মাধ্যমে সলপ বাজারকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এখানে শুধু ঘোলই নয়, সলপ বাজার থেকে মাঠা (ঘোলের প্রস্তুতকৃত একটি বিশেষ পানীয়) বিভিন্ন জায়গায় চলে যায়। ঘোলের চাহিদা শুধু সলপ এলাকাতেই সীমাবদ্ধ নয়, তা দেশের বিভিন্ন শহর ও জেলা থেকে নেওয়া হয়, যার মাধ্যমে সলপের ঘোল দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।
এলাকার মানুষ বলেন, “সলপের ঘোলের স্বাদ অত্যন্ত বিখ্যাত, যে কারণে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে ঘোল কিনে নিয়ে যান।” এখানকার ঘোল একসময় সীমিত এলাকায় পাওয়া গেলেও এখন বিভিন্ন শহরে পৌঁছে যাওয়ায় সলপ বাজারের অর্থনৈতিক পরিস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন যে, সলপ রেলওয়ে স্টেশন বাজারের ঘোল দেশের অন্যান্য অঞ্চলে আরও জনপ্রিয় হবে এবং এভাবে এখানকার ব্যবসা আরও প্রসারিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার