শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান; ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের; দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন; পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ;

সিরাজগঞ্জে কৃষি জমি নিয়ে বাড়িতে হামলা ও লুটের অভিযোগ উঠেছে ;

মোঃ সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ এনায়েতপুর থানার গোপালপুর চরকাদহ দক্ষিণপাড়ায় কৃষি জমি নিয়ে বাড়িতে হামলা ও লুটের অভিযোগ উঠেছে।
১৬ই ফেব্রুয়ারি ২০২৫ ইং আলমগীর নিজ জমিতে কাজ করতেছিল এমন সময় পূর্ব শত্রুতা জেরধরে কিছু ব্যক্তি তাকে মারধর করে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে তারা পালিয়ে যায়।
আবার একই তারিখে সন্ধ্যা অনুমান ৬ঃ৩০ মিনিটে আলমগীর এর নিজ বাড়িতে
হামলা এবং লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় মোছাঃ আছিয়া বেগম (৩৫) ১৯জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। অভিযুক্ত রা হলেন ১। মোঃ শহিদুল ইসলাম (৫০)পিতা মৃত গফুর মোল্লা ২। মোঃ আদম বেপারী(৪৮) ৩।মোঃ আহম্মদ বেপারী(৫৮) ৪।মোঃ হাকিম বেপারী(৫২) ৫। মোহাম্মদ আব্দুল্লাহ বেপারী (৪৫) সর্ব পিতা মৃত রহম সেখ ৬। মোঃ মালেক (৪৫) পিতা-মৃত গফুর মোল্লা ৭। মোঃ মিলন ( ৪০) পিতা মোঃ দুলাল শেখ ৮। মোঃ দুলাল শেখ (৫৫) পিতা অজ্ঞাত শশুর মৃত কুরফান শেখ ৯। মোঃ আউয়াল (৩০) পিতা মোঃ ইনশাফ আলী ১০। মোঃ তোফাজ্জল (৬০) পিতা মৃত কান্টু শেখ ১১। মোহাম্মদ সাগর (২০) পিতা আহাম্মদ বেপারী ১২। মোঃ ইমরান (১৯) পিতা মোঃ তোফাজ্জল বেপারী ১৩। মোঃ আওয়াল(৩৫) পিতা মৃত মজিবর ১৪। মোঃ লিটন (২৭) ১৫। মোঃ শফিকুল ইসলাম (১৯) উভয় পিতা মোঃ শহিদুল ইসলাম ১৬। মো:খালেক(৪০) পিতা মৃত গফুর মোল্লা ১৭। মোঃ সোহান(৩০) পিতাঃ মোঃ শহিদুল ইসলাম ১৮। মোঃ মোমেন (১৯) পিতা মোঃ মালেক , 19 জনের নামে এনায়েতপুর থানায় অভিযোগ দিয়ে আসেন।
এ ঘটনার সাক্ষী ১। মোঃ আবু সামা (৭০) পিতা মৃত মহের ২। মোঃ হাসেম (৩০) পিতা মোঃ আবু সামা ৩। মোঃ ইন্তাজ (৬০) পিতা মৃত বিসা ৪‌। মোঃ নুরনবী (৪০) পিতা মৃত জবের ৫। মোঃ মোরসালিন (২৯) পিতা মোঃ ছোঁয়াদ ৬। মোঃ আব্দুল বারেক (৩৫) পিতা মৃত ইনসাক আলি ,
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরবাড়ি ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে জাহানারা (উলা) জানতে চাইলে তিনি বলেন, জমি বিষয়কে কেন্দ্র করে আমাদের হুমকি প্রদান করে । প্রকৃত জমির মালিক আমি নিজে কিন্তু তারা বলছে জমি তারা কিনেছে । ২০ বছর আগে গোপন ভাবে টাকা হাওয়াত নিয়েছিলাম এবং গোপনভাবেই ফেরত দিয়েছি। কিন্তু এখন তারা বলছে টাকা দিয়ে জমি কিনেছি। তারা গত ২০ বছর জমিটা চাষাবাদ করতো।
এ বিষয়ে ভুক্তভোগী মোছা:আছিয়া সাংবাদিকদের বলেন: গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ আনুমানিক বিকাল ৪:৩০ মিনিটে আমার স্বামী জমিতে কাজ করতে নিয়েছিলেন এমন সময় লিটন ও শফিকুল
পূর্বে শত্রুতা জের ধরে আমার স্বামীকে এলো পাথারী ভাবে কিল ঘুষি দেয় , সময় আমার স্বামী ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। আবার একই দিনে সন্ধ্যার পরে আমার বাড়িতে
হামলা করে হামলা করে এবং
আসবাবপত্র ভাংচুর করে।
আমাদের বাড়িতে তিনজনের তিনটা ঘর , এই ঘরে থাকা আলমারি ভিতরে থাকা টাকা গহনা লুট করে নিয়ে যায় । সর্বমোট ১৭,৮১,০০০ টাকার ক্ষতিসাধন করে।
আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন: প্রায় ২৫ বছর আগে আমার চাচাতো বোন জমিটা আমার কাছে বিক্রি করে দেয়।
আমার বোন বলল যে জমি রেজিস্টারি টাকা খরচ করে কি হবে, তুমি আমার চাচাতো ভাই আমাদেরই থাকবে সমস্যা কি। রেজিস্টারি করার দরকার নাই ।
আর এখন তিনিই বলছেন জমিটা বিক্রি করে নাই। আচ্ছা সমস্যা না বুঝলাম কিন্তু ৩০/৩৫ জন লোক এসে আমাকে এবং আমার বাড়িতে এসে ঘরবাড়ি ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর ও তিনটা ঘরের আলমারির ভিতর থাকা সোনার গয়না ও টাকা লুট করে নিয়ে যায়।
এবং বাড়িতে থাকা তিনটা গরু নিয়ে তারা জবের করে খায়। মোটরসাইকেল ছিল সেটাও নিয়ে যায়।
আমার প্রায় ১৭ লক্ষ ৮১ হাজার টাকা ক্ষতি সাধন করে। আমি প্রশাসন ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি বিচারটা চাই ।
এ বিষয়ে এক মুরুব্বী বলেন:
তারা চাচতো ভাই বোন বিগত অনেক বছর আগে তারাই জমিটা বিক্রি করে কিন্তু জমির কোন কাগজপত্র হয় নাই। তারা এখন এসে জমি দাবি করছে । কিন্তু এই জমি কে কেন্দ্র করে বাড়িতে হামলা করা ঠিক হয় নাই এতো ক্ষতি করে তাদের কোনো লাভ হয় নাই। আমরা এলাকাবাসী সুস্থ তদন্তের মাধ্যমে
একটা সমাধান করা হোক।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার