বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়ন মাহমুদপুর গ্রামের রাজুর বউকে উল্লেখ্য করে কথাকাটাকাটি এক পর্যায়ে মারামারি হয়। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সমাধান করে দেন। আবার ছয় মাস পরে গত 9:9:24 ইং সোমবার রাত্রি আনুমানিক ৭:০০ ঘটিকায় সময় আশরাফুল তার চাচার হাওলাত কৃৃত টাকা ফেরত দিতে যাওয়ার পথে রাজু সহ কয়েক জন মিলে ২৫ হাজার টাকা ও গলায় থাকা সোনার চেন লুটপাট করে থাকে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ১৩-০৯:২৪ ইং দুপুরে আশরাফুলের স্ত্রী (২০)
৭ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগক্তরা হলেন, ১। মো: রাজু(২৭) পিতা: মো: জহুরুল ইসলাম ২। মো: কাওছার (২০) পিতা: মো: মো: সামছুল ৩। মো: ওয়ারেছ প্রামানিক (৬৫)পিতা: মৃৃত হোসেন প্রামানিক ৪। মোছা: ছেকের খাতুন(৪০) পিতা:মৃৃত ঘুতু ৫। মো: সামছুল (৪৫)পিতা: মৃৃত ঘুতু ৬। মোছা: রেনু খাতুন(৪৫) স্বামী : মো: জহুরুল ইসলাম ৭। মোছা: পারভীন খাতুন(৪০) স্বামী : মো: সামছুল সাত জনের নামে বেলকুচি থানায় অভিযোগ দিয়ে আসেন।
এ ঘটনায় সাক্ষী ১। আব্দুর রাজ্জাক(৪০) পিতা: মৃৃত জয়নাল মন্ডল ২। মোছা: মনোয়ারা খাতুন (৩০)স্বামী: মো: আল আমিন ৩। আবু তালেব (৬৫) পিতা : মৃৃত জুরান মন্ডল।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন : গত ছয় মাস আগে কিছু কথা কাটা কাটি মাধ্যমে মারামারি হয়। সেই বিষয়টি এলাকার মাতব্বররা মিমাংসা করে দেয়। গত সোমবার ০৯:০৯:২৪ ইং রাত্রি আনুমানিক ৮ ঘটিকায় শুনতে পেলাম আশরাফুল কে রাজু সহ অনেকেই মারতেছে তখন আশরাফুলের ভাই আল আমিন কে নিয়ে যাই এবং তাকে বাড়িতে নিয়ে এসে বেলকুচি সদর হাস্পাতালে পাঠিয়ে দেওয়া হয়। তখন জানতে পারি যে আশরাফুলের প্যান্টের পকেটে থাকা ২৫ হাজার টাকা ও গলায় থাকা আট আনা স্বর্নের একটি চেইন নিয়েছে।
আশরাফুলের বড় ভাই আল আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন: আমার ছোট ভাইয়ের সাথে রাজু তর্কাতর্কি মাধ্যমে গত ছয় মাস আগে একটা সমস্যা হয়েছিল। সে বিষয়ে এলাকার লোকজন মিটিয়ে দেয়। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তারা বিগত ১৫ বছর এলাকার অনেক লোক কে জালিয়েছে। রাজুর নামে বিগত দিনে বোম মারা দায়ে মামলা হয়েছিল।
আমার চাচার কাছে থেকে ঘর দেওয়ার সময় ২৫ হাজার টাকা হাওলাত নেয় সেই টাকা আমার ছোট ভাই ফেরত দেওয়ার উদ্দেশ্যে টাকা নিয়ে বাড়িতে থেকে বের হয়ে যায়। রাজু দের বাড়ির কাছ দিয়ে আমার ছোট ভাই কে যাওয়ার পথে রাজু সহ কয়েকজন মিলে আমার ছোট ভাইকে রড হাটুড়ী দিয়ে বেধর মারপিঠ করে এবং ২৫ হাজার টাকা সহ গলায় থাকা আমার দেওয়া চেইন লুটপাট করে নিয়েছে।
এ বিষয়ে আশরাফুলের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন: আমার স্বামী একজন প্রাইভেট শিক্ষক। আমার দুই টা নাবালক সন্তান তাদের এতিম করার জন্যেই রাজু গং
সহ কয়েকজন মিলে আমার স্বামী কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মার ধর করে এবং আমার চাচা শশুরের পাওনাকৃৃত টাকা ফেরত দেওয়া কথা বলে বাড়িতে থেকে বের হয়ে যায়। সেই২৫ হাজার টাকা ও গলায় থাকা চেইন রাজু গং সহ কয়েকজন লুটপাট করে নিয়েছে। আমি আইনের সাথে শ্রদ্ধা রেখে সুস্থ তদন্তের মাধ্যমে কঠিন বিচার চাচ্ছি।
এ বিষয়ে রাজু মুঠোফোনে বলেন: আমার সাথে তার কয়েক মাস আগে
মারামারি হয় সেটা এলাকার মাতব্বররা মিটিয়ে দেয় তারপর থেকে আশরাফুলের সাথে আমার কথা হয় না।
কিন্তু গত সোমবার দিন রাতে আমার সাথে তার মারামারি হয়। সেই মারামারীতে আমি সহ আশরাফুল ও আহত হয়। কিন্তু আমরা তার টাকা ও চেইন নেই নাই।
এ বিষয়ে রাজু বেলকুচি থানায় একটা জিডি করা হয়।