শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শেখ সাজেদুল হক (বোরাক)
রাজৈর প্রতিনিধী:–
অভিযুক্ত ব্যক্তিবর্গ:
১. নুরুন্নাহার আক্তার (কনা)
• পাসপোর্ট নং: A17747994
• জাতীয় পরিচয়পত্র নং: 552 856 1540
• পিতা: সাইদুর রহমান খন্দকার
• স্বামী: জহিরুল ইসলাম (সিলন খান)
২. জহিরুল ইসলাম খান (সিলন খান)
পাসপোর্ট নং: A03233970
জাতীয় পরিচয়পত্র নং: 642 858 4012
অপরাধের ধরন:
নুরুন্নাহার (কনা) ও জহিরুল ইসলাম (সিলন) স্বামী-স্ত্রী। প্রতারক চক্রের কৌশল:
সিলন ২ বছর ধরে মানুষকে ফোনে বলে আসছে সে ইউরোপের দেশ মাল্টাতে আছে এবং একজন ইউরোপিয়ান লইয়ারের সাথে কাজ করে।
প্রলোভন দেখিয়ে বলে – আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে পাঠাবে।
ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। শুধুমাত্র রাজৈর ও মাদারীপুর অঞ্চলের ৩৬ জন মানুষের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে! সবসময় কানাডা বা মাল্টায় থাকার ভুয়া গল্প বলে প্রতারণা করে আসছে,
১২/০৮/২০২৫ তারিখে ইমো কলের মাধ্যমে জানায় সে কানাডায় আছে। বাংলাদেশ ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী – সে বর্তমানে কানাডায় অবস্থান করছে।
তার বিরুদ্ধে মানব পাচারের মামলা ও চেক জালিয়াতির মামলা রয়েছে, এরেস্ট ওয়ারেন্ট জারি আছে।
স্ত্রী নুরুন্নাহার (কনা) বর্তমানে খুলনার নৈহাটি এলাকায় আত্মগোপনে আছে। তারা এখনো নতুন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে এবং উল্টো হুমকি দিচ্ছে –
খুলনায় গেলে জীবিত ফেরা যাবে না!
আপনার করণীয়: তাদের বিষয়ে তথ্য দিন।
এই প্রতারক চক্র থেকে সবাইকে সচেতন করুন।
তাদের ধরিয়ে দিলে নগদ পুরস্কার দেওয়া হবে।
যোগাযোগ: +880 1924-882098
ছবি ও সমস্ত প্রমাণপত্র সংযুক্ত করা হলো।
প্রতারক চক্রকে আইনের হাতে তুলে দিন।
কানাডায় অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি!
প্রতারক বতমানে
Ottawa, Ontario, Canada অবস্থান করছে!
+1 (343) 353-2552